Tathagata, ‘ভারতে বাঙালিরা পদানত’—অপপ্রচারের জবাব তথাগতর

আমাদের ভারত, ২০ নভেম্বর: ‘ভারতে বাঙালিরা পদানত’— এই অপপ্রচারের জবাব দিলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

বৃহস্পতিবার তথাগতবাবু এক্সবার্তায় লিখেছেন, “বাংলাদেশের সংখ্যাগুরু মুসলমানদের কাছে কিছু প্রশ্ন রেখেছিলাম। তার উত্তর দিতে না পেরে রাগে দাঁত কিড়িমিড়ি করতে করতে কিছু মিঞা বলবার চেষ্টা করেছে আমরা, অর্থাৎ ভারতীয় বাঙালি হিন্দুরা, নাকি অবাঙালিদের পদানত হয়ে থাকি।

এতে আশ্চর্য হবার কিছু নেই। বহু প্রজন্ম ধরে রক্তের সম্পর্কের নারী- পুরুষের মধ্যে বিয়ে হবার ফলে এদের অনেকেরই মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে। তবু রেকর্ডের জন্য লিখে রাখি। ভারতীয় বাঙালি হিন্দুরা স্বাধীন ভারতে নিম্নলিখিত পদ অলংকৃত করেছেন:

রাষ্ট্রপতি
ভারতরত্ন প্রাপক
সেনাবাহিনীর প্রধান
নৌবাহিনীর প্রধান
বিমানবাহিনীর প্রধান
পশ্চিমবঙ্গ বাদে অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী
রাজ্যপাল
কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী
এবং আরো বহু পদ…

সেজায়গায় পূর্ব পাকিস্তান আমলে পশ্চিম পাকিস্তানী চিফ সেক্রেটারি আজিজ আহমেদ সদর্পে ঘোষণা করেছিল সে পূর্ব পাকিস্তানের মন্ত্রীদের সম্বন্ধে সিক্রেট ফাইল রাখে, এবং পাকিস্তানের কেন্দ্রীয় সরকারকে নিয়মিত রিপোর্ট পাঠায়!

হায় রে বাঙালি মুসলমান! আমার শেষ প্রশ্নটার উত্তর কোনো বাংলাদেশি মুসলমান দেবে কি না সন্দেহ আছে। তবু ক’দিন অপেক্ষা করি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *