আমাদের ভারত, ৯ জুন: শিক্ষক রাজেশ মাহাতোকে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরের বেনাপুর উচ্চ-বিদ্যালয় থেকে উত্তরবঙ্গের কোচবিহার জেলার সিতাইয়ের চামটা আদর্শ বিদ্যালয়ে বদলির প্রতিবাদে শুক্রবার দুপুরে ‘বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সঙ্ঘে’র পক্ষ থেকে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসককে স্মারকলিপি দিয়ে বিক্ষোভ দেখানো হয়।
এই বদলি অনৈতিক বলে দাবি তুলে শিক্ষক সঙ্ঘের রাজ্য সভাপতি আশীষ কুমার মণ্ডলের নেতৃত্বে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলার ‘বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সঙ্ঘে’র রাজ্য ও বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরের জেলা নেতৃত্ব ও শিক্ষক, শিক্ষিকারা এতে অংশ নেন। গান্ধী মূর্তির পাদদেশ থেকে মিছিল স্লোগান ও বিক্ষোভ দেখাতে দেখাতে পশ্চিম মেদিনীপুর জেলার শিক্ষাভবন হয়ে জেলাশাসকের দফতরে পৌঁছায়।
আশীষবাবু বলেন, “সামাজিক আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষক রাজেশ মাহাতোকে সুদূর কোচবিহারে অনৈতিক বদলির তীব্র প্রতিবাদ জানাই। শিক্ষকদের এরকম বদলির কোনও নিয়ম নেই, তাই রাজেশবাবুকে আবার আগের স্কুলে ফিরিয়ে আনার দাবি জানাই।”