অশোক সেনগুপ্ত
আমাদের ভারত, ৫ মে: আক্কেল দাঁত আর আক্কেল গুড়ুম কথাদুটোর কোনও মিল আছে?
সংসদ বাংলা অভিধান বলছে আরবি ‘আকল’ থেকে আক্কেল শব্দটি এসেছে। এর অর্থ বুদ্ধি, বিবেচনা, কাণ্ডজ্ঞান। আর আক্কেল দাঁত পূর্ণবয়সে উদগত দাঁত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক তারিক মনজুরও এই তত্বের সমর্থন করেছেন। তাঁর মতে, “‘গুড়ুম’ হলো কামান থেকে গোলা বের হওয়ার শব্দ। আকস্মিক কোনো ঘটনায় আমাদের বুদ্ধি, বিবেচনা মাঝেমধ্যে লোপ পায় বা হারিয়ে যায়। হতবুদ্ধি হয়ে যাওয়ার এই পরিস্থিতিকে বলা হয় আক্কেল গুড়ুম অবস্থা। কামানের গোলা লেগে বুদ্ধি হঠাৎ উড়ে গেলে যে অবস্থা হয়, আরকি!“ (প্রথম আলো, ১০ সেপ্টেম্বর, ২০২১)।
***