অশোক সেনগুপ্ত
আমাদের ভারত, ২৩ জুন: ব্যাকরণবিদদের কেউ কেউ মনে করেন, নঞর্থক পদগুলো (নাই, নেই, না, নি) আলাদা করে লিখতে হবে। যেমন— বলে নাই, বলে নি, আমার ভয় নাই, আমার ভয় নেই, হবে না, যাবে না।
অনেকে মনে করেন নি আলাদা বসবে না কারণ নি–র আলাদা করে মানে নেই।
আনন্দবাজার পত্রিকার প্রাক্তন উপ বার্তা সম্পাদক শম্ভু সেনেরও সেই মত। তাঁর মতে, “যে পদের অর্থ নেই, তা আলাদা করে লেখা যায় না। যে পদের অর্থ আছে, তা আলাদা করে লিখতে হয়। নাই, নেই, না – এই সব পদ অর্থযুক্ত শব্দ। এদের আলাদা ব্যবহার আছে। তাই এগুলো আলাদা করে লিখতে হয়। কিন্তু ‘নি’ – এটা একটা অর্থহীন পদ। শুধু ‘নি’ বললে কোনো অর্থ প্রকাশ করা হয় না। তাই ‘নি’ সব সময় জুড়ে লিখতে হবে। বলিনি, বলেনি, খায়নি, খাইনি, যায়নি, ইত্যাদি। অর্থাৎ, নি কথাটা কখনোই আলাদা বসবে না। না কথাটা সব সময়ই আলাদা বসবে।
***