আমাদের ভারত, ১৩ আগস্ট: যে কোনও সিনেমা হলে, মাল্টিপ্লেক্স হলে প্রতিটি স্ক্রিনে বিকেল ৩টে থেকে ৯টার মধ্যে প্রতিদিন একটি করে বাংলা ছবি চালাতে হবে। প্রতিটি সিনেমা হলে বাংলা সিনেমা প্রদর্শনীর সংখ্যা বাড়ালো সরকার।
প্রাইম টাইমে বাংলা সিনেমার প্রদর্শনী বাধ্যতামূলক করা হলো। বর্তমান সময়ে বাংলা ও বাঙালি অস্মিতায় যে আঘাত আসছে সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে এই সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।
আগে প্রাইমটাইম ছিল বেলা ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত। এই সময় কমিয়ে দুপুর ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত করা হল। আগে নিয়ম ছিল ১২০ স্ক্রিন পাবে প্রতি সিনেমা হলে বাংলা সিনেমা। এই সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৬৫টি। দুটি স্ক্রিন আছে এমন সিনেমা হলের ক্ষেত্রে সংখ্যাটি বেড়ে হবে ৭৩০টি। ৩টি স্ক্রিন আছে এমন মাল্টিপ্লেক্স- এর ক্ষেত্রে ১০৯৫টি। চারটি স্ক্রিন আছে এমন মাল্টিপ্লেক্সের ক্ষেত্রে সংখ্যাটি বেড়ে দাঁড়াল ১৪৬০।