আমাদের ভারত, ১৯ সেপ্টেম্বর:
পশ্চিমবঙ্গে বোমা বারুদ তৈরি করাটাই কুটিরশিল্প। টিটাগড়ে স্কুলে বোমা বিস্ফোরণের ঘটনায় ফের এইকথা বলে রাজ্যের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। উত্তর ২৪ পরগনায় আহত কর্মীকে দেখতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুকান্ত মজুমদার বলেন, সারা ভারতে কোথাও স্কুল এভাবে বোমাবাজি হয় না। একমাত্র পশ্চিমবঙ্গেই এটা সম্ভব। এই ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানাবে বিজেপি, বলে জানান বিজেপির রাজ্য সভাপতি।
টিটাগড়ের সরকারি স্কুলের ছাদে বোমাবাজির ঘটনা কোনো পুরনো আক্রোশ নাকি অন্য কোনও কারণে বোমা ছোড়া হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার পর থেকেই শিক্ষাঙ্গনে পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। ইতিমধ্যেই এই ঘটনায় প্রাক্তন ছাত্র সহ চারজন গ্রেপ্তার হয়েছে। এই ইস্যুতে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “আমরা এন আই এ তদন্ত দাবি করছি। বোমা বন্দুকে ভরে গিয়েছে রাজ্য। বোমা বন্দুকের কুটিরশিল্প মনে হচ্ছে। স্কুলের ওপরে বোমা ফাটছে– সত্যিই এগিয়ে বাংলা। মুখ্যমন্ত্রী যা বলেছেন একেবারে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। স্কুলে বোম ব্লাস্ট ভারতের খুব কম জায়গাতেই হয়।”
প্রসঙ্গত উল্লেখ্য উত্তর ২৪ পরগনার টিটাগর ফ্রি ইন্ডিয়া হাইস্কুলে বিস্ফোরণের জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্কুলে ক্লাস চলাকালীন বোমা বিস্ফোরণ হয় বেলা পৌনে বারোটা নাগাদ। স্কুলে তখন প্রায় ৮০০ জন ছাত্র উপস্থিত ছিল। সেই সময় আচমকাই বিকট শব্দে কেঁপে ওঠে স্কুল বিল্ডিং। হুড়মুড় করে বেরিয়ে আসে পড়ুয়া এবং শিক্ষকরা। চারিদিক সেইসময় ধোঁয়ায় ঢেকে গেছে। দৌড়ে ছাদে যেতেই দেখা যায় তাজা বোমার দাগ। ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বোমার স্প্লিন্টার।
টিটাগর ফ্রি ইন্ডিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক আর সিদ্দিকি বলেন, সেকেন্ড পিরিয়ড চলছিল হঠাৎ আওয়াজ, বাইরে বাড়িয়ে দেখি ধোঁয়া। সবাই ছুটল ছাদে। ছাদ সব সময় বন্ধ থাকে। এসে দেখলাম বোমা পড়েছে। স্প্লিন্টার পড়েছে। উপর থেকেই ফেলেছে, নিচ থেকে এটা ছোঁড়া সম্ভব নয়।” স্কুলের বেশিরভাগ শিক্ষকেরও এই একই ধারণা যে বোমা ওপর দিক থেকে ফেলা হয়েছে।