আমাদের ভারত, ১ ডিসেম্বর: দেশকে পথ দেখাবে বাংলা, বাঙালিদের মেধা, জগত সভার শ্রেষ্ঠ আসন দখল করবে। দায়িত্ব নেওয়ার পর প্রথম ভাষণে এভাবেই বাংলার ভূয়ষী প্রশংসা করলেন নয়া রাজ্যপাল সিবি আনন্দ বোস।
বৃহস্পতিবার নীলরতন সরকার মেডিকেল কলেজের ১৫০ বছরের সূচনা অনুষ্ঠানে যোগ দেন রাজ্যের নতুন রাজ্যপাল। সেখানেই বাংলার ইতিহাস নিয়ে চর্চা করেন তিনি। মনে করিয়ে দেন বাংলার একাধিক ক্ষেত্রে অবদানের কথাও।
সিভি আনন্দ বোসের কথায় বিশ্বকে পথ দেখাবে এই দেশ আর এই দেশকে পথ দেখাবে বাংলা। এই রাজ্যের ইতিহাস গৌরব জনক, আর বাংলার ভবিষ্যৎ নির্ভর করছে তরুণ প্রজন্মের উপর। সেই তরুণ প্রজন্মের হাত ধরে বাংলার আরো উন্নতি ও গৌরব বৃদ্ধির সম্ভাবনায় আশাবাদী রাজ্যপাল।
করোনা কালে চিকিৎসক নার্স থেকে প্রতিটি স্বাস্থ্য কর্মীর অবদানের প্রশংসা করেন তিনি। রাজ্যপাল বলেন, করোনা কালে প্রতিটি স্বাস্থ্যকর্মী ছিলেন ওয়ান ম্যান আর্মি। আজ শুধু বাংলা নয় রাজ্যপালের বক্তব্যে উঠে আসে নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালের ইতিহাসও। নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতাল শুধু একটি মেডিকেল কলেজে নয়, এই প্রতিষ্ঠান জাতীয় সম্পত্তি। রাজ্যের এই মেডিকেল কলেজের ১৫০ বছরের সূচনা অনুষ্ঠানে এসে এমনটাই বলেছেন সিভি আনন্দ বোস। এই মেডিকেল কলেজেই প্রথম উপেন্দ্রনাথ ব্রহ্মচারীর কালাজ্বরের ওষুধ আবিষ্কার থেকে সুভাষ মুখোপাধ্যায়ের হাত ধরে নলজাতক দুর্গার জন্মের ইতিহাসে সমৃদ্ধ। সেই প্রতিষ্ঠানে আসতে পেরে নিজেকে গর্বিত বলেও মনে করেছেন রাজ্যপাল।