নীল বনিক, আমাদের ভারত, ৬ মার্চ: লকডাউনে সামাজিক দূরত্ব বজায় রেখে দলের প্রতিষ্ঠাদিবস পালন করার নির্দেশ দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। আজ সোমবার বিজেপির প্রতিষ্ঠা দিবস। প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের সকল কার্যকর্তাদের সামাজিক দূরত্ব বজায় রেখে দলীয় অফিসগুলিতে বঙ্গ বিজেপিকে পতাকা তোলার নির্দেশ দিয়েছেন জেপি নাড্ডা।
দলীয় কার্যালয়ে পতাকা তোলা ছাড়া দলের সকল কার্যকর্তার বাড়িতেও গেরুয়া পতাকা তোলার নির্দেশ দিয়েছেন তিনি। দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গ বিজেপি নেতারা যাতে সাধারন মানুষের পাশে থাকেন তারজন্য আহ্বান জানিয়েছেন দলের সর্বভারতীয় সভাপতি।
তিনি নির্দেশ দিয়েছেন প্রত্যেক নেতাকে প্রতিদিন ছয়জন মানুষকে লকডাউনের মধ্যে খাবার দিতে হবে। দলের ৪০ তম প্রতিষ্ঠাদিবসে ৪০ টি বাড়িতে দলীয় নেতাদের পৌছাতে হবে। তারমধ্যে প্রধানমন্ত্রীর কাজের জন্য ৫টি ধন্যবাদ চিঠি পাঠাতে হবে। বাড়িবাড়ি গিয়ে মাস্ক বিতরনের কথাও বলেছেন জেপি নাড্ড।
লকডাউনে স্তব্ধ দেশ। করোনার জন্য প্রধানমন্ত্রী রাজ্যের পাওনা টাকা মিটিয়ে দিয়েছেন। এছাড়াও পরিযায়ী শ্রমিকদের জন্য তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৫০০ টাকা করে দিয়েছেন। উজ্বলা যোজনায় ফ্রি গ্যাস দিয়েছে কেন্দ্র। প্রধানমন্ত্রীর এইকাজগুলিকে প্রচার করার জন্য আজ ৪০টি বাড়িতে যাবার কথা বলেছেন জেপি নাড্ডা। সামাজিক কাজ করেও দলকে জনসংযোগে রাখতেই এমন নির্দেশ দলের সর্বভারতীয় সভাপতির।