বাংলা নারী নির্যাতনের রাজধানী হয়ে গিয়েছে, মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখওয়াতের

আমাদের ভারত, হাবড়া, ৩ জানুয়ারি: নারী নির্যাতন নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বিজেপি শাসিত রাজ্যগুলোর বিরুদ্ধে সুর চড়িয়ে এসেছেন। এবার পালটা তোপ দাগলেন কেন্দ্রীয় জলসম্পদ উন্নয়নমন্ত্রী গজেন্দ্র সিং শেখওয়াত। শনিবার উত্তর ২৪ পরগনার হাবড়ায় সাংবাদিক বৈঠকে গজেন্দ্র বললেন, ‘বাংলা নারী নির্যাতনের রাজধানীতে পরিণত হয়েছে। বাংলার মা-বোনেরা সুরক্ষিত নয়। মহিলাদের উপর নির্যাতন বেড়েই চলেছে। সেটা ঢাকতে ন্যাশনাল ক্রাইম রেকর্ডে ব্যুরোকে রাজ্য তথ্য দিচ্ছে না।

খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের খাসতালুক হাবড়ায় আজ দিনভর চক্কর কাটেন কেন্দ্রীয় মন্ত্রী। ফুলতলা, বামিহাটি, যশুর এলাকায় একাধিক কর্মসূচিতে যোগ দেন। শেষে তিনি সাংবাদিক বৈঠক করেন। সেখানে তিনি বলেন, ‘গত লোকসভা নির্বাচন বিজেপি ১৮টি আসন পেয়েছে। তাতে প্রমাণিত হয়েছে, বাংলার মানুষ পরিবর্তন চাইছেন। এই হাবড়াতেও বিজেপি প্রায় ২১ হাজার ভোটে লিড পেয়েছিল। তাতে আমরা নিশ্চিত খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এখানে হারবেন। বিজেপি এখানে একতরফাভাবে জিতবে।’

তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, এই সরকার তোলাবাজির সরকার। সিন্ডিকেটের সরকারে পরিণত হয়েছে।’ তারপর কেন্দ্রীয় মন্ত্রীর সংযোজন, ‘আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার বাংলা গড়ব। বাংলার স্বর্ণযুগ ফেরানোর জন্য ভারতীয় জনতা পার্টি চেষ্টা করছে। আগামী বিধানসভা নির্বাচনে এই লক্ষ্য পূরণের জন্য কোমর বেঁধে নেমে পড়েছে। সবাই মিলে জোটবদ্ধ হোন।’

এদিন গজেন্দ্র তৃণমূলের মা মাটি মানুষ স্লোগানকে কটাক্ষ করেন। তিনি বলেন, ‘দশ বছর আগে মানুষের সরকার গড়েছিল তৃণমূল। কিন্তু মা মাটি ও মানুষ–তিন জনকেই ধোঁকা দিয়েছে। বাংলায় অপরাধের সরকার চলছে।’

এদিন গজেন্দ্রর সঙ্গে ছিলেন, বিজেপির রাজ্য নেতা বিশ্বপ্রিয় মজুমদার, রীতেশ তিওয়ারি, জেলা সভাপতি শংকর চট্টোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *