নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ২৮ সেপ্টেম্বর:
সন্ত্রাসের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে রাজ্যে। সোমবার কলকাতায় এমনই দাবি করলেন রাজ্যপাল জাগদীপ ধনকর। গত কয়েকদিন ধরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে আল-কায়েদা সন্দেহে গ্রেফতার হয়েছেন মুর্শিদাবাদ থেকে সাত ব্যক্তি। সেই প্রসঙ্গেই এদিন রাজ্যপাল এ কথা জানান।
এরপরই রাজ্য পুলিশের ডিজির কড়া সমালোচনা করেন রাজ্যপাল। তিনি বলেন, পুলিশ বিরোধীদের উপর অত্যাচার করছে। রাজ্য পুলিশের ডিজিকে স্মরণ করিয়ে তিনি বলেন, সংবিধানের উপর কেউ নেই। সংবিধান সবচাইতে বড় শক্তিমান। বর্তমান রাজ্য সরকার পুলিশের উপর নির্ভর বলেও আজ কটাক্ষ করেন জাগদীপ ধনকর। এরপরই রাজ্য পুলিশের ডিজিকে দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করলেন রাজ্যপাল। রাজ্য সরকার ও রাজ্য পুলিশের কঠোর সমালোচনা করে শেষে রাজ্যপাল বলেন আমি কারো রাবার স্ট্যাম্প নই।