রাজ্য সরকারের সদিচ্ছার অভাবে বংলার কৃষকরা বঞ্চিত, মালদায় বললেন দিলীপ ঘোষ

আমাদের ভারত, মালদা, ৯ আগস্ট: কেন্দ্রীয় সরকার কৃষকদের জন্য যে প্রকল্প ঘোষণা করেছে তাতে বাংলার কৃষকরা উপকৃত হবে না রাজ্য সরকারের সদিচ্ছার অভাবে। তারা যদি সঠিক সময়ে এই প্রকল্পগুলি চালু করতো, সঠিক তালিকা কেন্দ্রকে পাঠাতো তাহলে দেশের অন্যান্য প্রান্তের কৃষকেরা যেভাবে এর দ্বারা উপকৃত হচ্ছে এ রাজ্যের কৃষকরাও উপকৃত হত। তাদের এভাবে বঞ্চিত হতে হত না। রবিবার উত্তরবঙ্গ সফরের প্রথম দিন মালদায় সাংগঠনিক বৈঠকে যোগ দিতে এসে একথা বলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, আমফানের টাকাও লুট হয়েছে। অন্যদিকে রেশন নিয়ে যে প্রতিশ্রুতি রাজ্য সরকার দিয়েছিল তাও রাখতে পারল না। কেন্দ্রীয় সরকার রেশন সামগ্রীর নিয়ে যে ঘোষণা করেছিল সেই প্রতিশ্রুতি রেখেছে। কিন্তু রাজ্য সরকার আগবাড়িয়ে রেশন সামগ্রী দেওয়ার ব্যাপারে যে ঘোষণা করেছিল সেই প্রতিশ্রুতিও রাখতে ব্যর্থ।

এদিন দিলীপ ঘোষ বিকেলবেলা কলকাতা থেকে সড়কপথে মালদায় এসে পৌঁছান। এরপর মালদার গৌড় ভবনে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর পুরাতন মালদার সাহাপুর এলাকায় একটি বেসরকারি স্কুলে বিজেপি নেতৃত্বদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন। তিনি জানান, চার মাস লকডাউন চলার পর মালদা দিয়ে উত্তরবঙ্গ সফর শুরু। সোমবার উত্তরদিনাজপুরে কর্মসূচি রয়েছে। হেমতাবাদে নিহত বিজেপি বিধায়কের পরিবারের সঙ্গে দেখা করব। এছাড়াও স্থানীয় মানুষদের সঙ্গে দেখা করব। এরপর রায়গঞ্জ একটি সাংগঠনিক বৈঠক রয়েছে সেখানে যোগ দেবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *