পশ্চিম মেদিনীপুর জেলার ৭০০ জন প্রতিযোগীকে নিয়ে অনুষ্ঠিত হলো বেঙ্গল অঙ্কন প্রতিযোগিতা

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৭ জানুয়ারি: জেলার ৭০০ জন প্রতিযোগীকে নিয়ে অনুষ্ঠিত হলো বেঙ্গল অঙ্কন প্রতিযোগিতা। রবিবার মেদিনীপুর শহরের স্পোর্টস কমপ্লেক্সে এই প্রতিযোগিতার আয়োজন করেছিল দ্য আর্ট ওয়ার্ল্ড। প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণির পর্যন্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতাতে অংশ নিয়েছিল ১৭০ জন প্রতিযোগী। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের হাতে তুলে দেওয়া হয় একটি করে সুদৃশ্য মেমেন্টো। ২১ জানুয়ারি বিদ্যাসাগর স্মৃতি মন্দিরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরস্কৃত করা হবে প্রতিযোগীদের বলে জানিয়েছেন সংস্থার অধ্যক্ষ মদনমোহন দে।

প্রতিযোগিতাকে ঘিরে উৎসাহ ছিল প্রতিযোগীদের মধ্যে। সেলফি জোনে ছবি তুলতে থাকেন প্রতিযোগীরা। দুপুর দুটো থেকে শুরু হয় প্রতিযোগিতা শেষ হয় বিকেল চারটেয়। সংস্থার সভাপতি সত্যব্রত দলুই অংশগ্রহণকারী প্রতিযোগীদের শুভেচ্ছা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *