Sukanta, BJP, সুকান্ত মজুমদারের বাসভবনে হওয়া বৈঠকে বঙ্গ বিজেপির আগামী স্ট্র্যাটেজি তৈরি, নির্দেশ এলো জেলা স্তরেও

আমাদের ভারত, ৭ আগস্ট: ২০২৬- এর নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে নেমে পড়েছে বিজেপি তৃণমূল উভয় দল। বিহারে এসআইআর’কে হাতিয়ার করে ইতিমধ্যেই পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। আর তৃণমূলের এসআইআর প্রচারের পাল্টা পথে নামবে বিজেপি। কিন্তু কোন পথে হেঁটে এগোবে তারা, তা নিয়ে বুধবার দিল্লিতে সুকান্ত মজুমদারের বাসভবনে বৈঠক হয়ে গেছে বঙ্গ বিজেপি সাংসদদের।

স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর নির্দেশে দিল্লিতে এই বৈঠক করেন বঙ্গ বিজেপির সাংসদরা। সুনীল বনসলের নেতৃত্বে কর্মসূচি ঠিক করা হয়। সংসদের অভ্যন্তরে সমন্বয়ের পাশাপাশি নিজ নিজ লোকসভা এলাকায় দলের বিভিন্ন বিষয় কিভাবে প্রচার করা হবে, তার রূপরেখা ঠিক করা হয় এই বৈঠকে।

এই বিষয়ে দিল্লি থেকে জেলা সভাপতিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন শমীক ভট্টাচার্য ও সুকান্ত মজুমদার। নির্দেশ দেন যে এসআইআর নিয়ে বঙ্গ বিজেপি প্রচারে কী পরিকল্পনা করছে তার স্পষ্ট চিত্র তুলে ধরার।

সূত্রের খবর, গতকালের বৈঠকে প্রত্যেকে সংসদ এলাকায় ভোটের আগে কিভাবে কাজ করতে হবে তা নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি তৃণমূল যেভাবে সংসদে আক্রমণ শানাচ্ছে তার পাল্টা কী স্ট্র্যাটেজি হবে তাও আলোচনা হয়েছে। একই সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর হামলার ঘটনাকে বাংলায় ও সংসদে কিভাবে বড় ইস্যু করে তোলা যায় তা নিয়েও বঙ্গ বিজেপির সাংসদ পরিকল্পনা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *