সত্যব্রতর প্রয়াণে গভীর শোকের ছায়া বঙ্গ বিজেপিতে

আমাদের ভারত, ৩ মার্চ: শুক্রবার সত্যব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে গভীর শোকের ছায়া নেমে এসেছে বঙ্গ বিজেপিতে। সত্যব্রত মুখোপাধ্যায়ের একমাত্র পুত্র সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বর্তমানে কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট জেনারেল।

বর্ষীয়ান বিজেপি নেতার প্রয়াণে এদিনই দক্ষিণ কলকাতায় সানি পার্কে তাঁর বাড়িতে যান রাজ্য বিজেপির সভাপতি ডঃ সুকান্ত মজুমদার, বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ প্রমুখ। তাঁরা এরাজ্যে দলের আদি পর্বে সত্যব্রত মুখোপাধ্যায়ের অবদানের কথা স্মরণ করেন।

টুইটারে শোকপ্রকাশ করেছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতির মৃত্যুতে শোকস্তব্ধ পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। শুভেন্দু অধিকারী টুইটে প্রয়াত বিজেপি নেতার ছবি-সহ তাঁর অবদানের কথাও তুলে ধরেছেন।

প্রসঙ্গত, বঙ্গ বিজেপির নদিয়ার সংগঠনকে মজবুত করে তোলার ক্ষেত্রে তাঁর ভূমিকা অনস্বীকার্য ছিল। বাম আমলে যখন চারিদিকে লাল নিশানের রমরমা, সেই সময় উত্তর নদিয়ায় বিজেপির সাংগঠনিক শক্তিকে মজবুত করে তুলেছিলেন সত্যব্রত মুখোপাধ্যায়। সেই সময় লড়াই করে সাংসদ নির্বাচিত হয়েছিলেন তিনি। বঙ্গ বিজেপির সাংগঠনিক শক্তি বিস্তারের ক্ষেত্রে সেই সময়টি ছিল এক আলোকোজ্জ্বল অধ্যায়। অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিলেন, সেই সময় কেন্দ্রের পেট্রোলিয়াম ও সার মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *