অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৭ জুন: করোনা মহামারির দ্বিতীয় ঢেউ রুখতে রাজ্য সরকারের জারি করা লকডাউনের তৃতীয় দফায় বিধিনিষেধ কিছুটা শিথিল করলেও যান চলাচলের উপর এখনো নিয়ন্ত্রণ জারি আছে। আগের মতো এখনও জেলা কিংবা জেলার বাইরে যাতায়াত করতে হলে সংশ্লিষ্ট জেলা পুলিশের ই-পাস প্রয়োজন। পুলিশের ই-পাস ছাড়া যাতায়াত করা যাবে না। এরকম বিধিনিষেধ থাকা সত্ত্বেও এই জামাইষষ্ঠীর বাজারে গত কাল থেকে সর্বত্র মানুষের অবাধ যাতায়াত লক্ষ্য করা যাচ্ছে। এরকম পরিস্থিতিতে সরকারি বিধি অনুযায়ী যাতে ই-পাস নিয়ে মানুষ যাতায়াত করে তার নজরদারি করতে বৃহস্পতিবার বেলিয়াবেড়া থানার ওসি সুদীপ পালোদির নেতৃত্বে গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের যুগডিহাতে হল নাকা চেকিং। এদিন পুলিশের নাকা চেকিংয়ে যারা ই-পাস দেখাতে পারেন তারাই যাতায়াত করতে পারেন। তাদেরকে ফিরতে হচ্ছে বাড়ির দিকে।


