বেলডাঙার নৌকাডুবি ঘটনায় মৃতের পরিবারের পাশে শুভেন্দু অধিকারী

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ৬ নভেম্বর: বিজয়া দশমীর দিন ঠাকুর বিসর্জন করতে গিয়ে মুর্শিদাবাদ জেলার বেলডাঙাতে ডুমনিতলা মর্মান্তিক নৌকাডুবির ঘটনার মৃত্যু হয় পাঁচজন তরতাজা যুবকের। ৫জন যুবক নৌকাডুবিতে মারা যায়। ঘটনার পর মুর্শিদাবাদ জেলার বেলডাঙাতে এলেন রাজ্যের পরিবহণ দফতর মন্ত্রী শুভেন্দু অধিকারী। কোনও রাজনৈতিক ব্যানারে নয় শুভেন্দু অধিকারী এদিন নিজ উদ্যোগে শুক্রবার বিকেলে হঠাৎ মুর্শিদাবাদ জেলার বেলডাঙাতে আসেন। কার্তিক মহারাজকে সাথে নিয়ে মন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তার প্রাক্তন সাংসদ সদস্য তহবিল থেকে পাঁচজন মৃত যুবকের পরিবারকে আর্থিক সাহায্য করলেন। পাশাপাশি সর্বতভাবে পাশে থাকার আশ্বাস দিলেন।

আগামী রবিবার মুর্শিদাবাদ জেলার খড়গ্রামে প্রয়াত জেলা পরিষদের বনভুমি কমার্ধ্যক্ষ মফিজ উদ্দিন মন্ডলের স্মরন সভায় । যোগদান করবেন তার আগে জেলার রাজনৈতিক পারদ ইতিমধ্যেই তুঙ্গে। শুক্রবার হঠাৎ জেলা সফরে আসেন শুভেন্দু অধিকারী। যদিও শুভেন্দু থাকলেও সেই ভাবে তৃণমূল নেতৃত্বরা কেউ উপস্থিত ছিলেন না। শুভেন্দু অধিকারী আর্থিক সাহায্য তুলে দেওয়া পর খুশি প্রকাশ করেছেন মৃতের পরিবারের সদস্যরা । ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে দুই লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে এবার রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী বেলডাঙ্গার নৌকাডুবি ঘটনায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য করলেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *