বড় ছক রয়েছে! বেলডাঙা বিস্ফোরণ কাণ্ডের তদন্ত ভার এনআইএ’র হাতে

আমাদের ভারত, ২৪ সেপ্টেম্বর: আট মাস পর বেলডাঙ্গা বোমা বিস্ফোরণ মামলার তদন্তভার নিল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ(NIA)। গোয়েন্দাদের ধারণা এই ঘটনার পেছনে দুটি সংগঠন রয়েছে। মূলত মুর্শিদাবাদের ফারাক্কা, সামশেরগঞ্জ, ধুলিয়ান, বেলডাঙ্গা এই এলাকাগুলিকে টার্গেট করেছে ওই দুই সংগঠন।

চলতি বছরের ১৭ জানুয়ারি রাতে মুর্শিদাবাদের বেলডাঙা থানার রামেশ্বরপুর এলাকায় বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হয় একজনের। বিস্ফোরণের কারণে একটি ঘরের ছাদ উড়ে যায়। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পুলিশ ওই ভাঙ্গা ঘর থেকে ৭৪ টি সকেট বোমা এবং বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে। ওই ঘটনায় জেলা পুলিশ তদন্ত শুরু করে। এরপর তিন মাসের মধ্যে ৫ অভিযুক্ত গ্রেফতার হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে উঠে আসে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য।

তথ্য প্রমাণের ভিত্তিতে বিস্ফোরণের ঘটনার ৮ মাস পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে এই মামলার তদন্তভার নিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যে দিল্লিতে অভিযোগ দায়ের হয়েছে। গোয়েন্দা সূত্রে খবর, সিমি এবং বেশ কিছু নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা দুটি রাজনৈতিক সংগঠনের আড়ালে নিজেদের কাজকর্ম চালিয়ে যাচ্ছে। মূলত মুর্শিদাবাদের ফারাক্কা, সামশেরগঞ্জ, ধুলিয়ান, বেলডাঙ্গা এই এলাকাগুলিতে সংখ্যালঘু ভাবাবেগকে কাজে লাগিয়ে একটি প্লাটফর্ম তৈরি করতে চাইছে তারা।

সন্দেহভাজনরা ফারাক্কার বেশ কয়েকটি গ্রামে ইতিমধ্যে বেশ কিছু সভা করেছে। দেশ বিরোধী বিভিন্ন শক্তির আর্থিক মতে এই সংগঠনগুলির বাড়বাড়ন্ত বলে মনে করছে এরা। মুর্শিদাবাদ জেলা জুড়ে বাড়তে থাকা রাষ্ট্রবিরোধী কার্যকলাপের মূল পাণ্ডাদের পাকড়াও করে দেশ বিরোধী কার্যকলাপের রাশ টানতে চাইছে এনআইএ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *