পুরুলিয়া শহরের চাষা পাড়ায় খুঁটি পুজো করে শারদোৎসবের সূচনা

সাথী দাস, পুরুলিয়া, ৮ সেপ্টেম্বর: পঞ্জিকা মতে শরৎ কাল এসে গেছে। কাশ ফুল আর শিউলির দেখাও মিলেছে। শরতের মেঘ উকি দিচ্ছে আকাশে। প্রাকৃতিক এই পরিস্থিতিতে খুঁটি পুজোর মধ্য দিয়ে এলাকায় পুজোর আবহ এনে দিল পুরুলিয়া শহরের চাষা পাড়া সর্বজনীন দুর্গা পূজা কমিটি। বৃষ্টি মুখর দিনেই পুজোর সূচনা করেন উদ্যোক্তারা। মন্দির চত্বরে ঢাকের বোল পুজোর আমেজ এনে দিল। পাড়ার বাসিন্দারা উপস্থিত থেকে কার্যত উৎসবের সূচনা করেন। এদিন বেশ কিছু দুঃস্থ মহিলার হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় কমিটির পক্ষ থেকে।

পুজোর অন্যতম উদ্যোক্তা বৈদ্যনাথ মণ্ডল বলেন, “পুরুলিয়া জেলায় খুঁটি পুজোর রেওয়াজ ছিল না। পুজোর অন্যতম এবং গুরুত্বপূর্ণ এই আচার দর্শনার্থীদের আকর্ষিত করে তুলবে বলে আশাবাদী।”

কমিটির সম্পাদক রাহুল মোদক বলেন, “কুমারটুলির প্রতিমা, চন্দননগরের আলোকসজ্জা এবং মণ্ডপেও থাকছে চমক।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *