জয় লাহা, দুর্গাপুর, ১ জুলাই: ফের পাচারের আগে জাতীয় সড়কে পুলিশ ও এসটিএফের তল্লাশিতে উদ্ধার হল প্রচুর নিষিদ্ধ কাফ সিরাপ। ঘটনায় গাড়ির চালক সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ, আটক করেছে গাড়িটিকে। শুক্রবার ঘটনাটি ঘটেছে অন্ডালের ভাদুর মোড় এলাকায়।
ঘটনায় জানাগেছে, গোপন সুত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধে থেকে পুলিশ ও এসটিএফ জাতীয় সড়কে তল্লাশি অভিযান শুরু করে। অন্ডালের ভাদুর মোড় সংলগ্ন পেট্রোল পাম্পের কাছে চলছিল পুলিশের তল্লাশি। এদিন রাতে একটি ট্রাকে তল্লাশির সময় উদ্ধার হয় ১০ হাজার বোতল ফেনসিডিল সিরাপ। ট্রাকের মধ্যে ১০০ টি পেটিতে ওই সিরাপগুলি ছিল।

জানা গেছে, উত্তর প্রদেশ থেকে আগ্রা থেকে বনগাঁ হয়ে বাংলাদেশে পাচার করা হচ্ছিল ওই সিরাপ গুলি। ওই সিরাপ নেশা করার কাজে ব্যবহার হওয়ায় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশে ওই সিরাপের চাহিদা রয়েছে প্রচুর। এদিন পাচারের কাজে যুক্ত থাকার অভিযোগে পুলিশ গাড়ির চালক সহ তিনজনকে গ্রেফতার করে। ধৃতদের নাম ভানু প্রতাপ সিং, ধীরেন্দ্র প্রতাপ সিং ও দীপ সিং। শুক্রবার ধৃতদের আসানসোল জেলা আদালতে তোলা হয়।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি যাত্রীবাহী ট্রেনে জিআরপি পুলিশের তৎপরতায় প্রচুর ফেনসিডিল কফ সিরাপ সহ দুই পাচারকারী ধরা পড়ে। বাজেয়াপ্ত হয় ১৯৯ বোতল কাফ সিরাপ। ঘটনায় সাদ্দাম হোসেন ও মান্নান আলী নামে দু’জন গ্রেফতার হয়। প্রশ্ন, পাচারকারীরা কি পশ্চিমবঙ্গের রুটকে ব্যবহার করছে? যদিও এদিন পুলিশ জানিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে। কোথায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল ও আরও কেউ এর সঙ্গে জড়িত রয়েছে কি না তদন্ত চলছে।

