আগামী বিধানসভা নির্বাচনের আগে ২০ লক্ষ সংখ্যালঘু বিজেপিতে যোগ দেবে: আলী হোসেন

আমাদের ভারত, হাওড়া, ২৯ আগস্ট: ২০১৯ -এর লোকসভা নির্বাচনের পর থেকে সংখ্যালঘুরা দলে দলে বিজেপিতে আসছে। আগামী বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্র থেকে ২০ লক্ষ সংখ্যালঘু বিজেপিতে যোগ দেবে বলে দাবি করলেন বিজেপির সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি আলী হোসেন। ‌শনিবার বিকেলে ফুলেশ্বরের মনসাতলায় বিজেপির হাওড়া গ্রামীণ জেলা সদর কার্যালয়ে এক অনুষ্ঠানে যোগ দিতে এসে এই কথা বলেন আলী হোসেন।

এদিন তিনি বলেন, রাজ্যের ৪১টি বিধানসভা কেন্দ্র সংখ্যালঘু অধ্যুষিত হওয়ায় বিজেপি এইসব এলাকা থেকে ১০ লক্ষ সদস্য সংগ্রহ অভিযান করবে। বাকি
২৫৩টি বিধানসভা কেন্দ্র থেকে আরো ১০ লক্ষ সদস্য সংগ্রহ করা হবে। ইতিমধ্যে ৫০ হাজার সংখ্যালঘু বিজেপিতে নাম লিখিয়েছে বলে জানান আলী হোসেন। তিনি বলেন, কংগ্রেস ৩০ বছর, বামফ্রন্ট ৩৪ বছর এবং তৃণমূল ১০ বছর বাংলায় ক্ষমতায় থেকে বাংলাকে পিছিয়ে নিয়ে গেছে। একমাত্র বিজেপিই পারে এই বাংলাকে আবার এগিয়ে নিয়ে যেতে। আলী হোসেন বলেন, বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্তত ৪০ বার এই রাজ্যে আসবেন। এছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের অফিস করে নির্বাচন পরিচালনা করবেন।

এদিনের এই অনুষ্ঠানে হাওড়া গ্রামীণ জেলার বিভিন্ন জায়গা থেকে ৮ শতাধিক সংখ্যালঘু কর্মী বিজেপিতে যোগ দেন। এদিন দলে যোগ দেওয়া কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন আলী হোসেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির হাওড়া গ্রামীণ জেলা সভাপতি শিবসকর পেজ, বিজেপি নেত্রী পাপিয়া মন্ডল অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *