মন্ত্রী পা রাখার আগেই চাঁচলে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ বাম ছাত্র সংগঠনের

আমাদের ভারত, মালদা, ১৩ নভেম্বর:
মন্ত্রী পা রাখার আগেই বিভ্রাট। সরকারি বাস ডিপো নয়!চাঁচল বাসী চাইছে পৌরসভা। এই দাবিকে সামনে রেখে রাজ‍্য পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিমের সফরের আগে বিক্ষোভে সরব বাম ছাত্র সংগঠন। পাশাপাশি রাজ‍্যে স্কুল খুলছে। ছাত্রছাত্রীদের জন্য বাস ভাড়া কমানোর দাবিতে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন শাখার চাঁচল ডিপোতে বিক্ষোভ প্রদর্শন করল বাম ছাত্র সংগঠন।

আগামীকাল রবিবার মালদহের চাঁচলের কলিগ্রাম এনবিএসটিসি বাস ডিপো উদ্ধোধনে আসছেন রাজ‍্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। কিন্ত মন্ত্রীর সফরের একদিন আগে তেতে উঠলো চাঁচল শহর। পৌরসভা এবং ছাত্রছাত্রীদের ভাড়া কমানো সহ একাধিক দাবি নিয়ে শনিবার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চাঁচল বাস ডিপোতে ডেপুটেশন দিতে গেলে বাধার মুখে পড়তে হয় বলে অভিযোগ বাম ছাত্র সংগঠনের সদস‍্যদের। তাদের অভিযোগ, দাবি পত্র নিতে অনীহা প্রকাশ করে দপ্তরে থাকা আধিকারিক। ছাত্রসংগঠনের সাথে দুর্ব‍্যবহার করা হয় বলে অভিযোগ। তাই বিক্ষোভের পরে ৮১ নং জাতীয় সড়ক অবরোধ করে সড়ক পথে বসে পড়ে তারা। প্রায় ঘন্টা খানেক ধরে চলে বিক্ষোভ। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।

বাম ছাত্র সংগঠনের সদস‍্য ফারহান আহমেদ বলেন, আমরা দাবি নিয়েই এসছিলাম ডিপোতে। কিন্তু ডিপোর দায়িত্বে থাকা আধিকারিক দুর্ব‍্যবহার করে। আমাদের দাবি পত্র তিনি গ্রহন করতে চান না। যার কারনে আমরা ৮১ নং জাতীয় সড়ক অবরোধ বিক্ষোভ দেখাই।

যদিও ওই আধিকারিক অভিজিৎ রাম বলেন, আমি ওদের সাথে কোনো দুর্ব‍্যবহার করিনি। দাবি পত্র নিচ্ছিলাম। ওরাই গন্ডগোল সৃষ্টি করে।

বাম ছাত্র সংগঠনের এই বিক্ষোভ ও অবরোধকে ধিক্কার জানিয়েছেন চাঁচলের শাসকদলের বিধায়ক নীহার রঞ্জন ঘোষ। তিনি বলেন, এই অবরোধের জেরেই কৃষ্ণনগরে একটি শিশু প্রাণ হারিয়েছে। এদের কোনো চিন্তা নাই। এদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে তাই তারা সুষ্ঠ পরিবেশে অশান্তি আনছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *