স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৪ ফেব্রুয়ারি: আজ মনিষী পঞ্চানন বর্মার ১৫৬তম জন্ম দিবস। রায়গঞ্জের ক্ষত্রিয় হোষ্টেলে যথাযোগ্য মর্যদার সঙ্গে দিনটি পালন করা হয়। সেই অনুষ্ঠানে একই মঞ্চে উপস্থিত ছিলেন রায়গঞ্জের কংগ্রেস বিধায়ক মোহিত সেনগুপ্ত, ছিলেন রায়গঞ্জ পৌরসভার পৌরপতি তথা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সন্দীপ বিশ্বাস। দীর্ঘদিন যাবদ এই উকিলপাড়ায় ক্ষত্রিয় হোষ্টেল থাকলেও তা সংস্কারে কোনও নেতা এগিয়ে আসেনি। বর্ষার সময় অল্প বৃষ্টিতে এলাকা জলমগ্ন হয়ে পড়ে। শৌচালয় সহ একাধিক সমস্যায় জর্জরিত। ভোটের আগে এই অনুষ্ঠান। তাই কোনও রাজনৈতিক দলই পিছিয়ে পড়া রাজবংশী সম্প্রদায়ের মানুষের সমর্থন হাত ছাড়া করতে চাইছে না।
বিধায়ক মোহিত সেনগুপ্ত মঞ্চে বক্তব্যে রাজবংশীদের মন পেতে ৩০ লক্ষ টাকা বিধায়ক উন্নয়ন তহবিল থেকে দেবার কথা ঘোষণা করেন। বিধানসভা নির্বাচনে তিনি জয়ী হলেই জেলা শাসকের মাধ্যমে এই ছাত্রাবাসের উন্নয়ন করবেন। কারণ এই ছাত্রাবাস থেকে বহু ভাল ছাত্র বের হয়ে আজ দেশে প্রতিষ্ঠিত। সেই ছাত্রাবাসের উন্নয়ন করাটা জরুরি বলে তিনি মনে করেন। বিধায়ক এই প্রতিশ্রুতি দিলেও তৃণমূল কংগ্রেস সেই সুযোগ হাতছাড়া করতে চাননি। রায়গঞ্জ পৌরসভার পৌরপতি তথা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সন্দীপ বিশ্বাস জানান, এই ছাত্রাবাস সহ আশপাশের এলাকা বর্ষায় জলমগ্ন হয়ে পড়ে। তাই দ্রুত এই এলাকাকে উঁচু করে আবাসিকদের হয়রানির হাত থেকে মুক্তি দেবেন। এছাড়াও পুরো এলাকা সৌন্দর্যায়ন, বিদ্যুতিকরণ করা হবে। আবাসিকদের থাকার জন্য পর্যাপ্ত ভবন নির্মাণ করা হবে বলে সন্দীপবাবুও প্রতিশ্রুতি দিয়েছেন।
রাজনৈতিক দল কোনও প্রতিশ্রুতি দিক তাতে উচ্ছ্বসিত নন হোষ্টেল কমিটি। কমিটির সম্পাদক মানিক চন্দ্র রায় জানান, দীর্ঘদিন যাবদ এই ছাত্রবাস অবহেলার স্বীকার হয়েছে। বিধানসভা ভোট কড়া নাড়ছে। রাজবংশীদের মন পেতে এখন বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে একাধিক প্রতিশ্রুতি দেওয়া হবে। ভোটের পর কে সেই প্রতিশ্রুতি রক্ষা করে সেটাই দেখার।
অন্যদিকে বিজেপি জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী জানিয়েছেন, ওরা মনিষী পঞ্চানন বর্মাকে শ্রদ্ধা জানাতে যায়নি জন্মজয়ন্তীও পালন করতে যায়নি। তারা শুধু মনীষী পঞ্চানন বর্মার নামে ভোট লুট করতে গিয়েছে।