জয়দেব লাহা, দুর্গাপুর, ২৬ মার্চ: আসানসোল লোকসভা উপনির্বাচনের আগে আবারও বিপুল পরিমাণ টাকা উদ্ধার। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে পাণ্ডবেশ্বর থানার অজয় নদের সেতুর ওপর।
ঘটনায় জানাগেছে, আগামী ১২ এপ্রিল আসানসোল লোকসভার উপনির্বাচন। সেই কারণে জেলার বিভিন্ন সিমান্তবর্তী সড়কে নাকা চেকিং শুরু হয়েছে। শুক্রবার রাতে পান্ডবেশ্বরের অজয় নদ সেতুর ওপর একইরকমভাবে নাকা চেকিং চলছিল। ওই সময় একটি গাড়ি থেকে উদ্ধার হয় ৪ লক্ষ ২১ হাজার টাকা। নদীর ওপারে বীরভূম জেলা। ওই জেলার দুবরাজপুরের বাসিন্দা মজিবুর রহমান নামে এক ব্যক্তি চার চাকা গাড়ি নিয়ে দুর্গাপুর থেকে দুবরাজপুর যাচ্ছিলেন। ওইসময় নাকা চেকিং করার সময় তার গাড়ি থেকে ওই টাকা উদ্ধার হয়। তবে কি কারণে ওই টাকা কোথায় নিয়ে যাচ্ছিলেন তার বৈধ কোনো কাগজ দেখাতে না পারায় ওই টাকা আটক করে পুলিশ।
এদিকে সঠিক কি কারণে নিয়ে যাচ্ছিল ওই নগদ টাকা তা নিয়ে বিস্তর রহস্য দানা বেঁধেছে। ভোটের মুখে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হওয়ায় স্বাভাবিকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে শিল্পাঞ্চলজুড়ে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।