জে মাহাতো, মেদিনীপুর, ১৭ নভেম্বর:
রামনগরে শুভেন্দুর জনসভার ৪৮ ঘণ্টা আগে বিস্ফোরণে উড়ে গেল দাঁতনের শেখ ইকবাল আলি নামে এক তৃণমূল কর্মীর বাড়িl ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের অন্দরেই শুরু হয়েছে পরস্পর বিরোধী অভিযোগ পাল্টা অভিযোগের পালা। বিস্ফোরণে আহত হয়েছেন পাঁচ জন তৃণমূল কর্মী।
সোমবার সন্ধ্যায় দাঁতনের রসুলপুর গ্রামে বিস্ফোরণের ঘটনা ঘটতেই টিঙ্কু মল্লিক নামে আহত এক তৃণমূল কর্মীকে গ্রামবাসীরা মারধর করে বলে অভিযোগl পরে কয়েকজন গ্রামবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়l বৃহস্পতিবার রামনগরে শুভেন্দু অধিকারীর বড়োসড়ো জমায়েতে রয়েছেl তার আগে পূর্ব মেদিনীপুর সংলগ্ন দাঁতনের এই বিস্ফোরণের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছেl কারণ রসুলপুর এলাকায় শুভেন্দু অধিকারীর প্রভাব রয়েছে।
এই বিস্ফোরণের ঘটনায় বিজেপির হাত রয়েছে বলে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি দাবি করেছেন। তিনি বলেন, তৃণমূল কর্মীরা ওই এলাকায় বৃহস্পতিবার একটি মিছিল করার জন্য বসে আলোচনা করছিলl সেই সময় বিজেপির লোকজন তাদের লক্ষ্য করে বোমা ছোড়েl বিজেপির এই আক্রমণের জবাব দেওয়া হবেl অন্যদিকে বিজেপির জেলা সভাপতি শমিত দাসের পাল্টা অভিযোগ, বৃহস্পতিবার এলাকায় তৃণমূলের একটি মিছিল হওয়ার কথা। সেই মিছিল থেকে এলাকাবাসীকে সন্ত্রস্ত করতে একদল দুষ্কৃতী বোমা বানাচ্ছিল ছিল, সেই সময় বিস্ফোরণ ঘটেl এ জন্য গ্রামবাসীরা দুষ্কৃতীদের পান্ডাকে ধরে মারধর করে।
তৃণমূলের দাঁতন দু’ নম্বর ব্লকের সভাপতি শৈবাল গিরির অভিযোগ, আহত পাঁচ জনই দাগি দুষ্কৃতীl তাদের জন্য দলের বদনাম হচ্ছেl এরা এলাকায় অপকর্ম করে বেড়াচ্ছে দীর্ঘদিন ধরেl পুলিশে বারবার অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নিl হয়তো এরা দাদার অনুগামীদের ভয় দেখানোর জন্যই বোমা বাঁধছিলl
বৃহস্পতিবার রামনগরে শুভেন্দু অধিকারীর সমাবেশ রয়েছেl ওই দিনই দাঁতনে তৃণমূলের মিছিল কেন তা জানতে চাওয়া হলে জেলা সভাপতি অজিত মাইতি বলেন, মিটিং-মিছিল আমাদের নিজস্ব কর্মসূচিl এর সঙ্গে অন্যের কর্মসূচির কোনো সম্পর্ক নেইl
জানা গেছে তৃণমূল কর্মী শেখ ইকবালের বাড়িতে বিস্ফোরণের ঘটনায় আহত পাঁচ জন তৃণমূল কর্মীকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা খন্ডরুই গ্রামীণ হাসপাতাল ভর্তি করেন l দুজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের মেদিনীপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গেছে