আমাদের ভারত, বালুরঘাট, ২৬ জানুয়ারি: পুরভোটের আগে শাসক দলকে চাপে ফেলে বালুরঘাটে আরএসপির বিধায়কের সাথে রুদ্ধদ্বার বৈঠক বিজেপির রাজ্য সভাপতির। প্রজাতন্ত্র দিবসে শহর চষে বেড়ালেন দিলীপ ঘোষ। পৌরসভা নির্বাচনের ঘুঁটি সাজাতে ভোটের আগেই অভিনব কায়দায় শহরে প্রচার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। সিএএ নিয়ে সাধারণ মানুষের মনোভাব বুঝতে সকাল থেকে ঘুরে ঘুরে আড্ডা দিলেন বিভিন্ন চায়ের ঠেকে। মানুষের মধ্যে সিএএ নিয়ে ধারণা বদলাতে বিলি করলেন হ্যান্ডবিলও। একই সাথে শাসক দলকে কিছুটা চাপে ফেলে বিশ্বনাথ চৌধুরীর বাড়ি গিয়ে প্রবীণ ওই নেতা তথা বিধায়কের পা ছুঁয়ে প্রণাম করেন দিলীপ। এদিন একই সাথে স্বল্প সময়ের একটি রুদ্ধদ্বার বৈঠকও করেন তিনি। যেখানেই আলোচিত হয়েছে পুরভোট সংক্রান্ত একাধিক বিষয়ে বলে সূত্রের খবর।
রবিবার বালুরঘাটের বাসিন্দা তথা উত্তরবঙ্গের বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব হরিমাধব মুখোপাধ্যায়ের বাড়িতেও যান দিলীপ ঘোষ। আলাদা ভাবে গোপনে তাঁর সাথেও আলোচনা সেরেছেন বিজেপির রাজ্য সভাপতি। এদিন বালুরঘাটের আরও বেশকিছু সনামধন্য আইনজীবী ও চিকিৎসকদের সাথেও সাক্ষাৎ করে গোপন বৈঠক সেরেছেন বিজেপির রাজ্য সভাপতি। একইসাথে এদিন পুরভোট নিয়ে দলীয় স্তরে একটি বৈঠকও সেরেছেন রাজ্য বিজেপির ওই নেতা।
দ্বিতীয় বার রাজ্য সভাপতির দায়িত্ব পেয়ে শনিবার প্রথম দক্ষিণ দিনাজপুর জেলায় আসেন দিলীপ ঘোষ। রবিবার সকাল থেকেই বালুরঘাটের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সিএএ’র প্রচার সেরেছেন তিনি। বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার, জেলা বিজেপি সভাপতি বিনয় বর্মন, প্রাক্তন জেলা সভাপতি সহ অন্যান্য নেতৃত্বদের নিয়ে বেশকিছু চায়ের দোকানে আড্ডা জমান তিনি। আলোচনা করেন সাধারণ মানুষের সাথে। তারপরেই আরএসপির বিধায়ক বিশ্বনাথ চৌধুরী এবং বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব হরিমাধব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন তিনি। বিশ্বনাথ চৌধুরীর পায়ে হাত দিয়ে প্রণামও করেছেন দিলীপ ঘোষ। এই দুই বিশিষ্ট ব্যক্তিত্বের সাথে বিজেপির রাজ্য সভাপতির গোপন বৈঠক করার খবরও মিলেছে। পুরভোটের আগে শহরে দিলীপ ঘোষের এমন ভূমিকায় শাসক দল ও বিরোধীদের কাছে কিছুটা অশনি সংকেত বলেই মনে করছেন জেলার রাজনৈতিক মহল।
যদিও আরএসপির বিধায়ক বিশ্বনাথ চৌধুরী জানিয়েছেন, কোনও রাজনৈতিক কথা হয়নি। সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন দিলীপ ঘোষ। শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন তিনি।
দিলীপ ঘোষ জানিয়েছেন, শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে বিশ্বনাথ চৌধুরী এবং নাট্যব্যক্তিত্ব হরিমাধব মুখোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন তিনি। বিশ্বনাথ চৌধুরীর পায়ে হাত দিয়ে প্রণামও করেছেন। তবে কোনও রাজনৈতিক কথা হয়নি।