নীল বনিক, আমাদের ভারত, কলকাতা: ২০২১ এর লক্ষ্যে দলে নিজের বাহিনীর যুবযোদ্ধাদের কাজ ঠিক করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের যুব সংগঠনের কর্মীদের উদ্দেশ্যে তৃণমূল যুব কংগ্রেস সভাপতি বলেন, শুধু তৃণমূলের ঝান্ডা ধরলেই কাজ শেষ হবে না। তৃণমূল যুব কংগ্রেস কর্মীদের মানুষের পাশে থাকতে হবে। রাজনৈতিক রং দেখলে চলবে না। মতাদর্শগত বিভেদ ভুলে সকল মানুষের পাশে থাকতে হবে। ধর্মকে বাদ দিয়ে সকল ধর্মের মানুষকে সমান চোখে দেখতে হবে। তাহলেই মানুষ তৃণমূল যুব কংগ্রেস কর্মীদের কথা শুনবে।
তিনি বলেন, আগামী দিনে বাংলার যুবকদের দেশের মধ্যে মডেল হতে হবে। বাংলার যুবদের দেখে যাতে সারা ভারত ভাবতে পারে তার ব্যাবস্থা আমাদের করতে হবে। এইজন্য আমাদের দলের যুব শক্তিকে এগিয়ে আসতে হবে। আপনারাই পারেন দেশের কাছে বাংলার যুব শক্তিকে প্রতিষ্ঠা করতে। তৃণমূলের যুবযোদ্ধাদের সবসময় রাজনৈতিক কর্মকান্ডে না আসলেও হবে। তাদের শুধু মানুষের সঙ্গে থাকতে হবে। মানুষের সমস্যা দূর করতে হবে। আর দলের যুবযোদ্ধরা সঠিক ভাবে কাজ করতে পারলেই করোনা মুক্ত হবে রাজ্য। আমফানের সমস্ত সমস্যা মিটিয়ে মানুষকে উপকার করা যাবে বলেও দলের যুব কর্মীদের উদ্দেশ্যে বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।