আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৪ মে:ইদের আগে বেশ কিছু সংখ্যালঘু পরিবারের পাশে দাঁড়াল সিপিএম। শনিবার সিপিএমের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির অন্তর্গত ওড়িশা সীমান্ত লাগোয়া দাঁতন ও মনোহরপুর এরিয়া কমিটির উদ্যোগে এবং নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির(এবিপিটিএ) দাঁতন আঞ্চলিক শাখার সহযোগিতায় ইদ উপলক্ষ্যে উপহার হিসেবে নানান ফলমূল দিয়ে সহোযোগিতা করা হল সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের।
দাঁতন-মনোহরপুরের কাজি মহল্লা, আলী মহল্লা, রবীন্দ্র ভবনের আশপাশের এলাকা, বৈঁচা সহ মোট ৭টি এলাকার প্রায় পাঁচ শতাধিক পরিবারের হাতে উপহার সামগ্রী তুলে দিয়ে ইদের শুভেচ্ছা জানান সিপিএম রাজ্য কমিটির সদস্য তাপস সিনহা, জেলা কমিটির সদস্য রামচন্দ্র রাউল, সন্দীপ রায় ও এবিপিটিএ নেতৃত্ব সমীর দত্ত, তুষারকান্তি পয়ড়া সহ অন্যান্যরা।