নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২৯ নভেম্বর: ২০২১ এ বিজেপি গর্তে ঢুকে যাবে বলে পদ্ম শিবিরকে কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। তিনি বলেন, বিজেপি বাঙালিদের দেশছাড়া করতে চাইছিল। তারজন্য এরাজ্যে এনআরসি চালু করতে চাইছিল। মানুষ বিজেপিকে হারিয়ে এনআরসি ইস্যু গর্তে ফেলে দিয়েছে। তিনটি বিধানসভার উপনির্বাচনে বিজেপিকে হারিয়ে মানুষ অমিত শাহদের শিক্ষা দিয়েছেন। বাদকাকিটা ২০২১ এ মানুষ বিজেপিকে বোঝাবেন বলে জানান রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। উপনির্বাচনে হার নিয়ে বিজেপি নেতাদের মন্তব্যেরও কটাক্ষ করেন তিনি।
প্রসঙ্গত, হারের জন্য বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় রাজ্যের শাসক দলের সন্ত্রাসকে দায়ী করেছিলেন। সেই প্রসঙ্গে বেচারাম মান্না বলেন, নাচতে না জানলে উঠান বাঁকা। হারের লজ্জা ঢাকতেই কৈলাস বিজয়বর্গীয়রা সন্ত্রাসের তত্ব হাজির করেছেন। আসলে মানুষ বিজেপির ঔদ্ধত্যের বিরুদ্ধে ভোট দিয়েছেন। বিজেপি নেতাদের উচিত হবে হারকে সহজ ভাবে মেনে নেওয়া। না হলে মানুষ দিলীপ ঘোষ, মুকুল রায়দের থেকে আরও সরে যাবে বলে জানালেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না।