রাষ্ট্রপতিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের জের, প্রতিবাদে উত্তাল শিল্পাঞ্চল দুর্গাপুর

জয় লাহা, আমাদের ভারত, দুর্গাপুর, ১৩ নভেম্বর: দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে কুরুচিকর মন্তব্যের জেরে প্রতিবাদের ঝড় অব্যাহত। রবিবার দিনভর শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় রাস্তা অবরোধ বিক্ষোভ প্রতিবাদ মিছিল করল বিজেপি। 

উল্লেখ্য, মেদিনীপুরের একটি সভায় রাষ্ট্রপতি 
দ্রৌপদী মুর্মুকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। তার মন্তব্যের জেরে গোটা দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠে। প্রতিবাদে সরব হয় আদিবাসী সমাজ ও বিজেপি।

রবিবার সকালে দুর্গাপুরে ১৯ নং জাতীয় সড়কের ইন্দো- আমেরিকান মোড়ে রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরির মন্তব্যের প্রতিবাদে অবরোধ ও বিক্ষোভ দেখায় ভারতীয় জনতা যুব মোর্চা। মন্ত্রী অখিল গিরির কুশ পুত্তলিকা দাহ করে বিক্ষোভকারীরা। বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি’র সাংগঠনিক আসানসোল জেলার বিজেপি নেতা সন্তোষ মুখার্জি সহ একাধিক নেতা কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর নিউটাউনশিপ থানার পুলিশ। তারা পরিস্থিতি সামাল দেয়। একইসঙ্গে পানাগড় বাজারের চৌমাথা মোড় অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকরা এবং পুরাতন জি টি রোড বেশ কিছুক্ষন অবরোধ করে। রাজ্যের মন্ত্রী অখিল গিরির গ্রেপ্তারের দাবি তোলে। বিক্ষোভ দেখানোর পাশাপাশি অখিল গিরির কুশপুতুল দাহ করে বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপির বিক্ষোভের জেরে পানাগড়ে পুরাতন জিটি রোডে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছে বিক্ষোভকারীদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

এদিন বিকেলে লাউদোহার ঝাঁঝরা এলাকায় প্রতিবাদ মিছিল করে স্থানীয় বিজেপি কর্মীরা। মিছিল শেষে মন্ত্রী অখিল গিরির কুশপুত্তলিকা দাহ করে। এদিন সন্ধ্যায় দুর্গাপুর বেনাচিতির পাঁচমাথা মোড়ে আদিবাসী সমাজ থেকে বিক্ষোভ দেখায়। পরে দুর্গাপুর থানায় যায় আদিবাসী সমাজের প্রতিনিধিরা। তাদের পক্ষে সুনীল কিষ্কু জানান, “মন্ত্রী অখিল গিরি আদিবাসীদের ভাবাবেগে আঘাত করেছেন। তাই ওনাকে অপসারনের পাশাপাশি গ্রেফতারের দাবি জানাচ্ছি।” 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *