আমাদের ভারত, ২৯ ডিসেম্বর: চূড়ান্ত বিতর্কের জেরে শাহরুখ দীপিকার পাঠানের ছবি ও গানে কিছু কিছু বদলের নির্দেশ দিল সেন্সর বোর্ড। ছবির বেশরম রং গানটি নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। আপত্তি উঠেছিল দীপিকার পরনে থাকা গেরুয়া রঙের বিকিনি পোশাক ঘিরে। এবার ছবি নির্মাতাদের সেন্সর বোর্ড নির্দেশ দিল যাতে ওই গান ও ছবিতে কিছু পরিবর্তন আনা হয়।
সেন্সর বোর্ডের চেয়ারপার্সন প্রসূন যোশি জানিয়েছেন, কাটছাঁট করে নতুন ভার্সন বোর্ডের কাছে জমা দিতে হবে। সম্প্রতি সিবিএফসি এক্সামিনেশন কমিটির কাছে শংসাপত্রের আবেদন জানিয়েছে ছবিটি। সেখানে ছবিটি খতিয়ে দেখার পর এই সিদ্ধান্ত নিয়েছে সেন্সর বোর্ড। ২০২৩ শে জানুয়ারিতে হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পেতে চলেছে পাঠান। তার আগে এই কাটছাঁট করার এই নির্দেশ দেওয়া হল।
বোর্ডের গাইডলাইন মেনে সিনেমা পর্যবেক্ষণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রসূন যোশী। তিনি আরোও বলেন, ছবির সৃজনশীলতা ও দর্শকের ভাবাবেগের মধ্যে সমতা বজায় রাখাই সেন্সর বোর্ডের কাজ। উভয় পক্ষের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন তিনি। দর্শক ও নির্মাতা যাতে একে অপরের উপর ভরসা রাখতে পারেন সে কোথা মাথায় রাখা হয় বলে উল্লেখ করেছেন তিনি।
১২ ডিসেম্বর ছবির গান বেশরম রং মুক্তি পায়। গানটির মুক্তি পাওয়ার পর থেকেই বিতর্কের ঝড় ওঠে। দীপিকার গেরুয়া বিকিনি নিয়ে আপত্তি তোলেন বহু মানুষ। শাহরুখ দীপিকার কুশপুত্তুলিকাও পোড়ানো হয়েছে বিভিন্ন জায়গায়। মধ্য প্রদেশের মন্ত্রী নরোত্তম মিশ্র পাঠান ছবি নিষিদ্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। ভোপালে এই ছবির প্রতিবাদে শাহরুখের শেষকৃত্য পালন করেন অযোধ্যার জগৎ গুরু পরমহংস আচার্য মহারাজ। তিনি শাহরুখকে জীবন্ত জ্বালিয়ে দেওয়ার হুমকিও দিয়েছিলেন।

