আমাদের ভারত, ৩ অক্টোবর: পাকিস্তান যদি চায় মানচিত্রে থাকতে তাহলে তাদের সন্ত্রাসবাদের মদত দেওয়া বন্ধ করতে হবে। এমনই হুঁশিয়ারি দিয়েছেন খোদ সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। তিনি স্পষ্ট জানালেন, অপারেশন সিঁদুরে শেষ পর্যন্ত নয়াদিল্লি অব্যাহতি দিলেও পরবর্তী সময় এক জিনিস আর হবে না। অন্যদিকে ভারতীয় সেনাকেও তিনি তৈরি থাকার বার্তা দিয়েছেন।
দ্বিবেদী বলেন, ভারত এবার সম্পূর্ণ প্রস্তুত। আগের বার অপারেশন সিঁদুর ১- এর সময় ভারত যে সংযম দেখিয়েছিল তা আর দেখাবে না। এবার আমরা এক ধাপ এগিয়ে যাব। এমন ভাবে কাজ করবো যা পাকিস্তানকে ভাবতে বাধ্য করবে, যে তারা বিশ্ব মানচিত্রে থাকতে চায় কিনা।
সেই সঙ্গে সেনাদের প্রতি তাঁর বার্তা, নিজেদের প্রস্তুত রাখুন, ঈশ্বর চাইলে সুযোগ শিঘ্রই আসবে।
অপারেশন সিঁদুরের পরও সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ করেনি পাকিস্তান। সীমান্তে এখনো সমান তালে চলছে অনুপ্রবেশের চেষ্টা। সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী আগেই দাবি করেছিলেন, অপারেশন সিঁদুর ১০মে শেষ হয়নি। ১০মে-র পরেও সবার অলক্ষ্যে লড়াই চলেছে।
গত ২২ এপ্রিল পেহেলগাঁওয়ে ২৬জন নিরস্ত্র হিন্দু পর্যটককে হত্যা করে লস্করের জঙ্গি সংগঠন টিআরএফ- এর চার জঙ্গি। তাদের পথ দেখিয়ে নিয়ে যায় কাশ্মীরের স্থানীয় এক জঙ্গি। এই হামলার জবাবে ৭মে ভোররাতে অপারেশন সিঁদুর চালায় ভারত। গুঁড়িয়ে দেওয়া হয় পাকিস্তান ও পিওকের ৯টি জঙ্গি ঘাঁটি। এরপর ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলির জনবহুল এলাকা এবং সেনাঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তান। সেই হামলা প্রতিহত করার পাশাপাশি প্রত্যাঘাত করে ভারত। তাতেই তছনছ হয়ে গিয়েছে ভারত পাকিস্তানের অন্তত ১১টি বায়ুসেনা ঘাঁটি।
জানাগেছে, এই অভিযানে ১০০-রও বেশি জঙ্গি ও ৩৫ থেকে ৪০ জন পাক সেনা নিহত হয়েছে। শেষ পর্যন্ত ইসলামাবাদের মিনতিতে সংঘর্ষ বিরতিতে রাজি হয় নয়া দিল্লি। কিন্তু এত কিছুর পরেও সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ করেনি পাকিস্তান।

