আমাদের ভারত, বালুরঘাট, ১১ ডিসেম্বর: হিলিতে পেঁয়াজের কালোবাজারি রুখতে মাঠে নেমে নজরদারি চালালেন বিডিও। পুলিশকে নিয়ে হাটে ঘুরে ঘুরে কথা বললেন ক্রেতা ও বিক্রেতাদের সাথে। বুধবার বিকেলে হিলি থানার ওসি টাসি থিরিং শেরপাকে সঙ্গে নিয়ে তিওড় কিষাণ মান্ডিতে নজরদারি চালান ব্লকের বিডিও সৌমেন বিশ্বাস। সঙ্গে ছিলেন হিলি পঞ্চায়েত সমিতির সভাপতি শুভঙ্কর মাহাত সহ অনান্য প্রশাসনিক আধিকারিকরা।
বিডিও সৌমেন বিশ্বাস জানিয়েছেন, খোলা বাজারের দরেই ৮০ টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে পেঁয়াজের। এদিন ক্রেতা থেকে বিক্রেতাদের সাথে কথা বলে তাদের অসুবিধার কথা জানার চেষ্টা হয়েছে। পেঁয়াজের কালোবাজারি বা পাচারের এখনও কোনও অভিযোগ পাননি। এধরনের কোনও অভিযোগ পেলে কড়া হাতে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
দেশ জুড়ে পেঁয়াজের আকাশ ছোঁয়া দাম যাতে সীমান্ত এলাকায় প্রভাব ফেলতে না পারে সেই লক্ষ্যেই এদিন হিলির তিওড়ের কিষাণ মান্ডিতে ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলেন বিডিও। কিছু অসাধু ব্যবসায়ীর মুনাফার কারণে কোথাও যদি পেঁয়াজের বেশি দাম নেওয়া হয় তার খবর দিতেও বলা হয়েছে ক্রেতাদের। প্রশাসনের এমন অভিযানে ইচ্ছে করে পেঁয়াজের সঙ্কট সৃষ্টির প্রচেষ্টা বিফল হবে বলেই মনে করছেন ব্লকের বাসিন্দারা।