হবিবপুরের বিভিন্ন রেশন দোকান পরিদর্শন করলেন সমষ্টি উন্নয়ন আধিকারিক

আমাদের ভারত, মালদা, ১ মে: মালদার হবিবপুর ব্লকের বিভিন্ন রেশন দোকান পরিদর্শন করলেন হবিবপুরের সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভজিৎ জানা। আজ সকাল থেকে হবিবপুর ব্লকের গণবণ্টন ব্যবস্থার খাদ্য সামগ্রী বিতরণের দোকানে রেশনের খাদ্য সামগ্রী পরিমাণমতো দেওয়া হচ্ছে কি না, গ্রাহকরা রেশনের খাদ্য সামগ্রী নেওয়ার সময় সামাজিক দূরত্ব বজায় রাখছেন কি না, গ্রাহকদের নাক-মুখ কাপড় দিয়ে ঢাকা থাকছে কি না সেসব বিষয় খতিয়ে দেখেন।

পাশাপাশি হবিবপুরের বিডিও শুভজিৎ জানা গ্রাহকদের জানান, রেশনের দোকান থেকে সঠিক পরিমাণে চাল, আটা বুঝে নেবেন এবং কোনও মতেই রেশনের চাল আটা বাজারে অথবা কোনও ডিলারকে বিক্রি করবেন না। বিক্রি করলে আইনত ব্যবস্থা নেওয়া হবে। একই রকম ভাবে বুলবুলচন্ডী বাজারে রেশনের দোকানের সামনের বিভিন্ন চালের দোকান ও ডিলারদের সতর্ক করে তিনি বলেন, রেশন গ্রাহকদের রেশনের মাল কোনও মতেই কিনবেন না। যদি কেনেন এবং তা যদি প্রমাণিত হল তাহলে আইনত ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া যে সমস্ত গ্রাহক রেশনের খাদ্য সামগ্রী নিয়ে যাচ্ছেন তাদের রাস্তায় দাঁড় করিয়ে তাদের কার্ড দেখে চাল, আটা তারা সঠিক পরিমাণে পেয়েছেন কিন না তাও দেখেন। এমনকি রেশন দোকানের লাইনে দাঁড়ানো গ্রাহকদের মুখে মাস্ক না থাকলে হবিবপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক সচেতন করে নিজের কাছ থেকে মাস্ক বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *