আবাস যোজনার প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করতে রায়গঞ্জের শীতগ্রামের বিভিন্ন এলাকা খতিয়ে দেখলেন বিডিও শুভজিৎ মন্ডল

আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১২ ডিসেম্বর: আবাস যোজনার প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করতে সোমবার রায়গঞ্জের শীতগ্রাম অঞ্চলের বিভিন্ন এলাকা সরেজমিনে খতিয়ে দেখলেন রায়গঞ্জের বিডিও শুভজিৎ মন্ডল সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। এদিন রায়গঞ্জ ব্লকের শীতগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার বারোদুয়ারি, কৃষ্ণমুড়ি সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন আধিকারিক বৃন্দ।

গ্রামবাসীদের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়, টাকার বিনিময়ে আগে বহু ভুয়ো উপভোক্তা নিজেদের বাড়ির ভুয়ো স্যাটেলাইট অবস্থান নথিভুক্ত করিয়ে নিয়েছেন। প্রকৃত গরিব মানুষ, যাদের পাকা বাড়ির প্রয়োজন তারাই ঘর পায়নি। তৃণমূল কংগ্রেস পরিচালিত এই গ্রাম পঞ্চায়েত এলাকার শাসক দলের পরিচিতরাই আবাস যোজনার ঘর পেয়েছে। এলাকার বাসিন্দা রমা রায়, সৌমেন বর্মনরা বলেন, টাকার বিনিময়ে ঘর পাওয়া যাবে বলে অনেকের কাছ থেকে এর আগে পঞ্চায়েত দপ্তরের কর্মীরা টাকা নিয়ে গিয়েছেন, কিন্তু এখনও তাদের কপালে ঘর জোটেনি।

ভুয়ো উপভোক্তাদের কথা প্রকারান্তরে স্বীকার করে শীতগ্রাম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নবকান্ত বর্মন বলেন, আমাদের গ্রাম পঞ্চায়েত এলাকায় ৪২৯৪ জন উপভোক্তা ঘর প্রাপকের তালিকায় রয়েছে। যা অত্যন্ত বেশি বলেই আমি মনে করি। উপভোক্তার সংখ্যা এর অর্ধেক হওয়া উচিত।

অন্যদিকে, এদিন বিডিও শুভজিৎ মন্ডল বলেন, ভুয়ো উপভোক্তাদের ব্যাপারে নানা রকম অভিযোগ আসছে। আমরা গোটা বিষয়টি খতিয়ে দেখছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *