পার্থ খাঁড়া, আমাদের ভারত, মেদিনীপুর, ১৮ নভেম্বর: বিডিও এবং এসডিও’দের বিরুদ্ধে বাইরে বেরিয়ে কাজ না করার অভিযোগ করলেন তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবীর। তার অভিযোগ বিডিও’রা মাঝেসাজে গেলেও এসডিও’রা কোথাও যান না। তাই তাদের বাইরে বের করার জন্য অভিনব দাওয়াই দিয়েছেন হুমায়ুন কবির। তার বক্তব্য, অফিসের গদিআটা চেয়ার সরিয়ে সেখানে কাঠের চেয়ার দিতে হবে এবং এসি বন্ধ করে দিতে হবে, তাহলেই তারা বাইরে বেরোবেন

ডেবরা অডিটোরিয়াম হলে এলাকার উন্নয়ন সংক্রান্ত ব্যাপারে আজ প্রশাসনিক বৈঠক ছিল। সেখানে উপস্থিত ছিলেন জেলা শাসক আয়েশা রানি সহ ব্লক ও অঞ্চলের প্রশাসনিক আধিকারিকরা সকলেই। সেই মিটিং’য়েই জেলাশাসক আয়েশা রানী-কে সকলের সামনে নিজের অভিজ্ঞতার কথা বলেন ডেবরার বিধায়ক হুমায়ুন কবির৷
তিনি বলেন, বিডিও-এসডিও-দের সঙ্গে মানুষের সংযোগ নেই, তাই তাদের গদিওয়ালা চেয়ার সরিয়ে কাঠের চেয়ার দিতে হবে, যাতে বসতে ভালো না লাগে। এসি খুলে দিয়ে অ্যান্টি রুম চেম্বার বন্ধ করতে হবে। তবে কাজ হবে। বিডিওরা বাড়িতে বসে থাকলে কাজ হবে না। এই সমস্ত অফিসারদের প্রবণতা রয়েছে কোথাও যায় না। বিডিও তবু যায়। এসডিও তো একদিনও আসেননি কোনও জায়গাতে। আমি কারো বিরুদ্ধে অভিযোগ করছি না। আমার বলার কারণ এনারা না গেলে মানুষের কাজ হবে কি করে? গ্রামের মানুষের সাথে সংযোগ নেই। অঞ্চলে যায় না। আমি ১৪ টার মধ্যে ১১ টা অঞ্চল পর্যালোচনা করেছি। অথচ এনারা যান না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যা করে দিয়েছেন তার ৬০ শতাংশও যদি ঠিকমতো অনুসরণ করেন তাহলেও অনেক কাজ হবে।”
তাঁর এই নিদানে যথেষ্ট জল্পনা তৈরি হয়েছে জেলা জুড়ে।

