BDO Office, Khargapur, “জব কার্ড রক্ষা করো, কাজের অধিকার আদায় করো,” শ্লোগানকে সামনে রেখে বিডিও অফিস অভিযান খড়্গপুরে

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১১ জুন: “জব কার্ড রক্ষা করো, কাজের অধিকার আদায় করো,” এই শ্লোগানকে সামনে রেখে সারা ভারত কৃষক সভা, সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়ন, সিআইটিইউ খড়্গপুর ১ নং ব্লক কমিটির উদ্যোগে বুধবার সতকুইতে অবস্থিত খড়্গপুর ১ নং বিডিও অফিস অভিযানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমবেত হলেন বেশ কয়েক হাজার মানুষ। মানুষের জমায়েতে একপ্রকার অবরুদ্ধ হয়ে পড়ে গোটা বিডিও অফিস।

“জব কার্ড রক্ষা করো, কাজের অধিকার আদায় করো” এই দাবিতে চলে ৪/ক ফর্ম পূরণ। ফর্ম পূরণের পর রিসিভ করিয়ে নেওয়া হয় বিডিও অফিস থেকে। সন্ধে পর্যন্ত চলে রিসিভের কাজ। গোটা প্রক্রিয়ায় সহযোগিতার হাত বাড়িয়ে দেন বামপন্থী কর্মীরা। পাশাপাশি এদিন ৯ জুলাই- এর ধর্মঘট সফল করার আহ্বান জানানো হয় বিভিও অফিস অভিযানের মিছিল থেকে।

এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন কমল পলমল, সুভাষ দে, দিলীপ সাউ, সবুজ ঘোড়াই, অশোক জানা, সুমিত অধিকারি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *