আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৫ আগস্ট : করোনায় আক্রান্ত হলেন সরকারি আধিকারিক। পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মদন মন্ডল করোনায় আক্রান্ত হয়েছেন। গত কয়েকদিন শারীরিক অসুবিধা হওয়ার পরে সোমবার র্যাপিড টেষ্ট করান বিডিও। রিপোর্টে আসে করোনা পজেটিভের তথ্য।

তবে এ বিষয়ে ফোনে তাঁর শারিরীক অবস্থার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, গত তিনদিন আগে জ্বর হয়েছিল। কিছুদিন সর্দিকাশির প্রকোপও ছিল। তিনি ও তাঁর পরিবারের সবার র্যাপিড টেষ্ট করানো হয়। সবার রিপোর্ট নেগেটিভ এলেও বিডিও মদন মন্ডলের করোনা পজেটিভ রিপোর্ট আসে। তবে তিনি এও জানান, এই মুহূর্তে তিনি হোম কোয়ারেন্টাইনে থেকেই চিকিৎসা চালাবেন। বিডিও মদন মন্ডলের সংস্পর্শে কে কে এসেছিলেন তা অনুসন্ধান করে দেখা হচ্ছে এবং প্রয়োজনে তাদেরও টেস্ট করা হবে।

