আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ২৯ অক্টোবর:
করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল দক্ষিণ ২৪ পরগণার মন্দির বাজারের বিডিও সৈয়দ আহমেদের(৫৫)। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা নাগাদ কলকাতার
এমআর বাঙ্গুর হাসপাতালে মৃত্যু হয় এই সরকারি কর্মীর। কলকাতার ইকবালপুরের বাসিন্দা ছিলেন এই সরকারি আমলা।
পরিবার সূত্রের খবর, বিগত দু’বছর ধরে মন্দিরবাজার ব্লকে সমষ্টি উন্নয়ন আধিকারিকের দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। গত ২১ অক্টোবর তিনি করোনায় আক্রান্ত হন। শারীরিক অসুস্থতা বৃদ্ধি পাওয়ায় দিন তিনেক আগে তাঁকে এমআর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য। সেখানেই গত এক সপ্তাহ চিকিৎসার পর এদিন সকালে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় ও জেলা প্রশাসনের আধিকারিকদের মধ্যেও। সৈয়দ আহমেদের মৃত্যুতে তাঁর পরিবারকে শোক জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অন্যদিকে এদিন নোদাখালি থানার আইসি অনিন্দ্য বসুও করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।