৩ বছরের শিশুকন্যার চিকিৎসার ব্যবস্থা করে দিলেন বিডিও

আমাদের ভারত, মালদা, ২৭ এপ্রিল: করোনা সংক্রমনের জেরে লকডাউনে বাবা ভিন রাজ্যে আটকে রয়েছে। এই পরিস্থিতিতে মেয়ে টিউমার সমস্যায় আর্তনাদ করছে। এই পরিস্থিতি অসহায় পরিবার দ্বারে দ্বারে ঘুরেও কোনও সমাধান হচ্ছিল না। এই পরিস্থিতিতে মানবিক মুখ দেখা গেলো ব্লক উন্নয়ন আধিকারিকের। ঘটনা মালদার চাঁচোল ১ নম্বর ব্লকের মক্রমপুর গ্রাম পঞ্চায়েতের হাজাদপুর গ্রামে।

জানা গিয়েছে মেয়েটির নাম নাম মহসিনা(৩)। বাবা রবিউল ইসলাম রাজস্থানে কর্মরত রয়েছেন। লকডাউনের জেরে আটকে রয়েছে সেখানে। বাড়ির শিশু মেয়েটির জন্ম থেকেই হাড়ের উপরে টিউমার। বাবা রবিউল ভিন রাজ্যে শ্রমিকের কাজ করে আর্থিক অনটন মেটানোর জন্য। অভাবের দিনযাপন করছেন দুবেলা-দুমুঠো ঠিক করে খাবার জোটে না চিকিৎসা করবে কি করে? এমত অবস্থায় চাঁচল ১ নম্বর ব্লকের বিডিও ওই পরিবারটির পাশে দাঁড়িয়েছে এবং তাকে আজ কিছু আর্থিক সাহায্য দিয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় অ্যাম্বুলেন্স করে। পাশাপাশি তিনি তার চিকিৎসার সমস্ত দায়িত্ব নিয়েছেন বলে জানিয়েছেন বিডিও সমীরণ ভট্টাচার্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *