বিবিসির তথ্যচিত্র! দেশে বিভাজন তৈরির চেষ্টা হচ্ছে, দেশবাসীকে সতর্ক থাকার পরামর্শ মোদীর

আমাদের ভারত, ২৯ জানুয়ারি: বিবিসির তথ্যচিত্র নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দাবি, দেশে বিভাজন তৈরির চেষ্টা হচ্ছে। তাই দেশবাসীকে সজাগ ও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন নরেন্দ্র মোদী। একই সঙ্গে তিনি জানিয়েছেন, যারা দেশে বিভাজন তৈরির চেষ্টা করছেন তারা সফল হবে না।

বিবিসি তথ্য চিত্র নিয়ে দেশজুড়ে বিতর্ক চলছে। তার মধ্যে প্রধানমন্ত্রীর এই মন্তব্য যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ তা আর বলার অপেক্ষা রাখে না। দেশের শাসক দল বিজেপি ও কেন্দ্র সরকারের তরফে অভিযোগ করা হয়েছে, বিদেশি সংবাদ মাধ্যমের তৈরি তথ্যচিত্রের মাধ্যমে ভারতীয় সমাজে বিভাজন তৈরির চেষ্টা হচ্ছে এবং দেশের সার্বভৌমত্বকে খর্ব করার চেষ্টা চলছে। তার মধ্যেই প্রধানমন্ত্রী আবারও বিভাজনের বিরুদ্ধে একতার কথাই বললেন।

শনিবার এনসিসি’র একটি অনুষ্ঠানে দিল্লির ক্যান্টনমেন্টে কারিআপ্পা ময়দানে উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদী। সেখানে তিনি জানান, দেশের উন্নতির একমাত্র
চাবিকাঠি একতা। দেশের যুব শক্তির দিকে গোটা বিশ্ব তাকিয়ে আছে বলে দাবি করেন তিনি। বিভাজন প্রসঙ্গে তিনি বলেন, দেশের একত্র ভাঙ্গার জন্য নানা রকমের চেষ্টা চলছে। ভারত মাতা সন্তানদের মধ্যে ভাগাভাগি চেষ্টা চলছে। একই সঙ্গে তিনি দাবি করেন, এত কিছুর পরেও দেশবাসীর মধ্যে বিভাজন তৈরি করা যাবে না।

গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন দু’দশক আগে নরেন্দ্র মোদীর জামানায় গোধরা কান্ড, তার পরবর্তী সাম্প্রদায়িক হিংসার কথা তুলে বিবিসির এই তথ্যচিত্র তৈরি হয়েছে। দ্যা মোদী কোয়েশ্চেন তথ্যচিত্রটি নিয়ে প্রথম থেকেই আপত্তি জানিয়েছে কেন্দ্র সরকার। একে অপপ্রচার আখ্যা দিয়ে দাবি করা হয়েছে ঔপনিবেশিক মানসিকতা থেকেই তথ্য চিত্রটি তৈরি করা হয়েছে। ইতিমধ্যে ইউটিউব এবং টুইটারের মত সোশ্যাল মিডিয়া থেকে তথ্য চিত্রটির লিংক তুলে নেওয়ার নির্দেশ জারি করা হয়েছে। আইটি রুলস ২০২১ এর জরুরি ক্ষমতা প্রয়োগ করে ৫০টির মতো টুইট তুলে নেওয়ার জন্য কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রকের তরফে নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *