সাথী দাস, পুরুলিয়া, ১৫ ডিসেম্বর: গ্রামসভা রণক্ষেত্রের রূপ নিল ঝালদার মাঠারী খামার পঞ্চায়েত এলাকায়। আজ ঝালদা ১ ব্লকের মাঠারী খামার গ্রাম পঞ্চায়েতের গ্রাম সভা অনুষ্ঠিত হয় কাশীডি ফার্মে। কিন্তু এই সভা শুরু হতেই রণক্ষেত্রের রূপ নেয়। প্রতিবাদে সরব হয় কংগ্রেস, বিজেপি ও তৃণমূল সব রাজনৈতিক দলই। বিষয়টি নিয়ে কংগ্রেসের মাঠারী খামার অঞ্চল সভাপতি শ্রীবাস মাহাতো, বিজেপি ব্লক সভাপতি সুকুমার মাহাতো ও তৃণমূলের মাঠারী খামার অঞ্চল সভাপতি বাবলু মাহাতো জানান, এই গ্রাম পঞ্চায়েত সিপিএম পরিচালিত। তাই তারা ইচ্ছামতো কাজ করেছে। প্রচুর দুর্নীতি হয়েছে আবাস যোজনার বাড়িতে। যেখানে যে সংসদে বিরোধীদের সদস্য রয়েছেন সেখানে আবাস যোজনা থেকে বঞ্চিত করা হয়েছে।

উল্লেখ্য, উহাতু সংসদ যেখানে একটিও গরিব মানুষের নাম নেই আবাস যোজনার তালিকায়। অথচ, যাদের পাকা বাড়ি গাড়ি ও চাকরি রয়েছে তারাই বার বার বাড়ি পেয়েছে। এমনকি স্বামীর জায়গায় বাবার নাম লিখিয়েও তারা বাড়ি পেয়েছে। তাই আমাদের দাবি, এই তালিকা বাতিল করে নতুন ভাবে তালিকা তৈরী করতে হবে এবং যারা প্রকৃত প্রাপক তারাই যেন পান।
বিষয়টি নিয়ে উপপ্রধান হেমন্ত মাহাতো জানান, কোনও দুর্নীতি হয়নি কেও লিস্ট জমা না দিলে কি করার আছে। তাছাড়া যা কিছু হয়েছে ব্লক থেকে হয়েছে, লিস্ট বাতিল করার থাকলে সে বিষয়টি ব্লক দেখবে।

আবাস যোজনার বাড়ির দাবিতে রাঁচি পুরুলিয়া সড়ক পথ অবরোধ মারুমাসীনা অঞ্চলের গ্রামবাসীর। এবিষয়ে ঝালদা ১ নং ব্লক জয়হিন্দ বাহিনীর সভাপতি পরেশ কুমার জানান, আজ মারুমাসীনা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে গ্রাম সভা ডাকা হয়েছিল ঝালদার সত্যভামা বিদ্যাপীঠ ময়দানে। যেখানে প্রধান কোনো উত্তর দিতে
পারেনি। যেখানে দেখা যাচ্ছে আবাস যোজনায় প্রচুর দুর্নীতি হয়েছে। সদস্য, উপ প্রধানদের পরিবারের নামে বাড়ি হয়েছে। আর প্রকৃত প্রাপকরা বঞ্চিত, তাই আবাস যোজনায় স্বচ্ছতার দাবিতে আজ আমরা রাঁচি পুরুলিয়া সড়ক পথ অবরোধ করছি ব্লক গেটের পাশে। যদিও ঝালদা থানার তুলিন ফাঁড়ির আধিকারিকের আশ্বাসে কয়েক ঘন্টা পর অবরোধ উঠে যায়।

