Basirhat, police, Sukanta, বিজেপির এসপি অফিস ঘেরাও কর্মসূচি ঘিরে রণক্ষেত্র বসিরহাট, পুলিশের লাঠিচার্জ, পথে বসে বিক্ষোভ সুকান্তদের

আমাদের ভারত, ১৩ ফেব্রুয়ারি: সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপির এসপি অফিস ঘেরাও অভিযান ঘিরে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় বসিরহাট থানা এলাকায়। পুলিশি বাধার মুখে পড়া বিজেপি নেতা কর্মীদের ব্যপক লাঠিচার্জ করার অভিযোগ করেন সুকান্ত মজুমদার। পুলিশ কাঁদানে গ্যাসের সেল ফাটায়। গ্রেপ্তার করা হয় বহু বিজেপি কর্মীদের। বিনা প্ররোচনায় বিজেপি কর্মীদের উপর পুলিশের এই অত্যাচারের প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ দেখান সুকান্ত মজুমদার সহ বিজেপি নেতারা।

সড়ক পথে বাধা পেতে পারেন এই আশঙ্কা করেই আজ কৌশলী পথ নেন সুকান্ত মজুমদার। হৃদয়পুর থেকে ট্রেনে উঠে বসিরহাট পৌঁছে বাইকে এসপি অফিসের পথে রওনা দেন সুকান্ত মজুমদার সহ বিজেপি নেতা, কর্মীরা। বিজেপিকে আটকাতে একেবারে সুসজ্জিত ছিল পুলিশ। দু’জায়গায় ব্যারিকেট করে দেওয়া হয়েছিল। প্রথম ব্যারিকেট ভেঙে এগিয়ে যায় বিজেপি কর্মীরা। সেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় তাদের। অশান্তির মাঝে এসপি অফিসের দিকে এগোতে থাকেন তারা। দ্বিতীয়বার বিজেপি কর্মীদের বাধা দেয় পুলিশ। এরপরের রীতিমতো রণক্ষেত্রের চেহারা নয় এলাকা।

পুলিশের সঙ্গে বচসায় জড়ান সুকান্ত মজুমদাররা। পুলিশ আচমকাই লাঠিচার্জ করতে শুরু করে বলে অভিযোগ। চোখের নিমেষে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। কাঁদানে গ্যাসের সেল ছোড়া হয়। বহু বিজেপি কর্মী আহত অসুস্থ হয়ে পড়েন। মহিলা বিজেপি কর্মীদের হেনস্থা করা হয় বলে সরব হন সুকান্ত মজুমদার। তিনি অভিযোগ করেন, “আমাদের উপর ইট ছোঁড়া হয়েছে। রাজ্য সরকারের দলদাস পুলিশ এই কাজ করেছে। মহিলা বিজেপি কর্মীদের গায়ে হাত তোলা হয়েছে। অন্যায় ভাবে তাদের বাধা দেওয়া হয়েছে, কর্মীদের ওপর লাঠিচার্জ করা হয়েছে। পুলিশের এই বর্বরতার প্রতিবাদে অবস্থানে বসেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *