জাদেজার ব্যাটিং ঝড়ে প্লে অফের আশা প্রায় শেষ  কলকাতা নাইট রাইডার্সের

আমাদের ভারত, ২৯ অক্টোবর: ছয় উইকেটে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে দিল ধোনির চেন্নাই সুপার কিংস। প্লে অফে ওঠার আশা প্রায় শেষ হয়ে যাওয়ায় আই পি এল থেকে বিদায়ের মুখে শাহরুখ খানের নাইট রাইডার্স। শেষ ১২ বলে চেন্নাইয়ের জেতার জন্য প্রয়োজন ছিল ৩০ রান। লকি ফার্গুসনের চতুর্থ ওভারে ২০ রান তোলে রবীন্দ্র জাদেজা  স্যাম কারেন। বিশেষ করে রবীন্দ্র জাদেজার দুরন্ত ব্যাটিং কলকাতার প্লে অফের আশা গঙ্গার জলে ফেলে দেয়।

টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় চেন্নাইয়ের অধিনায়ক ধোনি। মর্গানের দল নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট খুইয়ে ১৭২ রান তোলে মর্গ্যানের দল। শুভমান গিল (২৬), নীতিশ রানা (৮৭), দীনেশ কার্তিক (২১) রান করেন। ১৭৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ঝোড়ো ব্যাটিং শুরু করেন রুতুরাজ গাইকোয়াড। ৫৩ বলে ৭২ রান করেন তিনি। এর মধ্যে আছে ৬টি চার ও ২টি ছয়। ম্যাচের সেরার পুরস্কার পান তিনি। তবে বল হাতে এদিন ধোনিদের কিছুটা সমস্যায় ফেলে স্পিনার বরুণ চক্রবর্তী।  ৪ ওভারে ২০ রানের বিনিময়ে ২ উইকেট তুলে নেন তিনি। বাকি দুটো উইকেট পান প্যাট কামিন্স(৩১/২)।  শেষ দুই ওভারে ধোনিদের প্রয়োজন ছিল ৩০ রান। প্রথম তিন বলে তিন রান পায় চেন্নাই। চতুর্থ বলে জাদেজা ফার্গুসনের চার মারে। পরের বলটি নো বল করেন ফার্গুসন, ওই বলে জাদেজা দুই রান নেয়। পঞ্চম বলে ফার্গুসনকে ছয় মারে জাদেজা।শেষ বলে চার মেরে ওই ওভারে ২০ রান তোলে চেন্নাই। শেষ ওভারে প্রয়োজন ছিল দশ রানের। ওভারের শেষ দুটি বলে ফের দুটি ছয় মারে জাদেজা(অপরাজিত ১১ বলে ৩১)। আই পি এলের আশা প্রায় শেষ হয়ে যায় কলকাতা নাইট রাইডার্সের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *