জগন্নাথ দেবের স্নানযাত্রার পাশাপাশি নবদ্বীপের ঐতিহ্যবাহী পোড়া মা’র স্নান যাত্রা উৎসব ঘিরে ভক্ত সমাগম

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৪ জুন: মায়াপুরের রাজাপুরে শুরু হল জগন্নাথ দেবের স্নানযাত্রা। এই মন্দির থেকেই মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে জগন্নাথ দেবকে রথে করে নিয়ে যাওয়া হয়। আজ সেখানে হাজার হাজার মানুষের ভিড়।

মায়াপুর ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানান, করোনার প্রভাবে গত দু’বছর সেভাবে জাঁকজমক করে রথযাত্রা অনুষ্ঠিত হতে পারেনি। সেই ঘাটতি এই উৎসবকে কেন্দ্র করে আবার স্বমহিমায় এবার প্রতিষ্ঠিত হবে। আজ শুভ দিন। ভগবান জগন্নাথ দেবের আবির্ভাব স্নানযাত্রা মহোৎসব। ইসকনের শাখা কেন্দ্র রাজাপুর জগন্নাথ মন্দিরে স্নানযাত্রা চলছে। পরমেশ্বর ভগবান আবির্ভূত হয়েছিলেন স্নান যাত্রা উপলক্ষ্যে। এখানে দেশ-বিদেশের হাজার হাজার ভক্ত বৃন্দ জাতি-ধর্ম নির্বিশেষে সমবেত হয়েছেন। এই উৎসবকে কেন্দ্র করে রাজাপুর একটি আন্তর্জাতিক স্থানে পরিণত হয়েছে। স্নান যাত্রার পরে লীলাময় ভগবান জ্বরাক্রান্ত হন। পুনরায় পয়লা জুলাই রথযাত্রার দিন তিনি স্বমহিমায় জগন্নাথ বলরাম ও সুভদ্রা মহারানীকে নিয়ে সুসজ্জিত রথে করে রাজাপুর থেকে ৫ কিলোমিটার অতিক্রম করে মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে যাবেন।

এ দিন জগন্নাথ দেবের স্নান যাত্রা উৎসবের পাশাপাশি নদিয়ার নবদ্বীপে শহরের ঐতিহ্যবাহী পোড়া মা’র স্নান যাত্রা উৎসবও পালিত হয়।

মন্দিরের প্রধান পুরোহিত জানান, পূর্ব পুরুষ থেকে আমরা শুনে আসছি আজকের দিনে মা’কে ১০০ ঘরা গঙ্গার জল দিয়ে স্নান করানো হয় ও বিশেষ পূজার আয়োজন করা হয়। সেই রীতি মেনে আজও সেই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর এই বিশেষ পুজোর জন্য সকাল থেকেই সাধারণ মানুষ ও ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

জানা যায় এই মন্দিরের জায়গাটি কৃষ্ণনগরের রাজ পরিবারের পৈতৃক সম্পত্তি, যা আজও তাদের তত্বাবধানে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *