পার্থ খাঁড়া, আমাদের ভারত, মেদিনীপুর, মকর সংক্রান্তির দিনে পুন্য স্নানের জন্য জেলার বিভিন্ন নদীর ঘাটগুলিতে আজ সকাল থেকে পুণ্যার্থীদের ভীড়। পশ্চিম মেদিনীপুরে কংসাবতী এবং সুবর্ণরেখা নদীতেও ভোররাত থেকেই ভিড় লক্ষ্য করা গেছে।
মেদিনীপুর শহরে কংসাবতী নদীতে অন্ধকার থাকাতে থাকতেই পুণ্য স্নানের জন্য নদীতে ডুব দেওয়া শুরু হয়। ঘন কুয়াশার মধ্যেই পুণ্যস্নান করেন ধর্মপ্রাণ মানুষ। পাশাপাশি জেলা প্রশাসন, কোতোয়ালী থানার পুলিশ প্রশাসন এবং মেদিনীপুর পৌরসভার পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা সতর্কতা ব্যবস্থা। দুর্ঘটনা এড়ানোর জন্য নদীবক্ষে রয়েছে বিপর্যয় মোকাবিলা দপ্তরের টিম।


