সাথী প্রামানিক, পুরুলিয়া, ৩১ মার্চ: করোনা আতঙ্কের আবহেও আচার মেনে বাসন্তী পূজা অনুষ্ঠিত হচ্ছে পুরুলিয়া জেলা জুড়ে। প্রশাসনের নির্দেশ মেনে ভক্ত, দর্শনার্থীদের নিয়ন্ত্রণ থাকলেও বর্ণাঢ্য শোভা যাত্রায় ঘট আনা হয় বিভিন্ন মন্দিরে। জেলার প্রাচীন ও সর্বজনীন পুজোতে উৎসবের রেশ না দেখা গেলেও অপ্রত্যাশিত বিপদ থেকে মুক্তির কাতর প্রার্থনা করতে দেখা গিয়েছে উপাসকদের। অনেকে বাড়িতে বসেই পুজোর সময় ঢাকের শব্দে প্রণাম সারলেন বাসন্তীরূপী দুর্গাকে।
পুরুলিয়া শহরের সরকার পাড়া ষোলআনা দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে গৌতম রায় জানান,”এবার পূজা হয়তো উউসবের আকার নিচ্ছে না কিন্তু, নিয়ম নীতি আচার মেনে পুজো হচ্ছে। আমরা বাস্তববাদী। প্রশাসনের নির্দেশ মেনেই পুজোর আয়োজন করেছি। প্রাচীন এই পুজোয় এবার আমাদের আকর্ষণ থাকছে কুমারী পুজোয়। মাস্ক, স্যানিটাইজার কুমারীর হাতে থাকবে। জীবাণু মুক্ত পরিবেশের মধ্যেই এই পুজো অনুষ্ঠিত হবে বুধবার।’
জেলার মন্দিরে মন্দিরে দেখা গিয়েছে রীতি পরম্পরা মেনেই পুজোর আয়োজন করা হয়েছে।

