হাওড়া যেতে বাধা, “পুলিশের ব্যবহারে আমি স্তম্ভিত”, রাজ‌্যের মুখ্য সচিবকে চিঠি দিয়ে বললেন শুভেন্দু

আমাদের ভারত, ১২ জুন: হাওড়ায় যেতে তাকে বাধা দেওয়া হয়েছে। মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদীকে চিঠি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বললেন রাজ‌্য পুলিশের ব্যবহার তাকে স্তম্ভিত করেছে। একই সঙ্গে হাওড়ার বিজেপি পার্টি অফিস তাকে যেতে বাধা না দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।

মুখ্য সচিবকে লেখা বিরোধী দলনেতার চিঠিতে পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ প্রশাসনের ভূমিকার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। শনিবার রাত থেকে কাঁথিতে শুভেন্দুর বাড়ির সামনে পুলিশের ব্যারিকেড তৈরি করা হয় বলে অভিযোগ। এরপর হাওড়া গ্রামীণ ও হাওড়া কমিশনারেট এলাকায় ১৪৪ ধারা জারি থাকার কারণ দেখিয়ে তাকে সেখানে যেতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। কাঁথির আইসি নিজের সীমা লঙ্ঘন করেছে বলেও মুখ্যসচিবকে লেখা চিঠিতে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা।

রবিবার হাওড়া যাওয়ার পথে তমলুকের রাধামণি মোড়ে শুভেন্দুকে আটকায় পুলিশ। সেখানে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা হয় বিরোধী দলনেতার। শুভেন্দুবাবু দাবি করেন, কোলাঘাটে তিনি গেস্ট হাউসে একা যেতে চাইলেও তাকে আটকানো হচ্ছে। কোলাঘাটে ১৪৪ ধারা জারি না থাকা সত্ত্বেও তাকে পুলিশ বাধা দিচ্ছে বলে অভিযোগ শুভেন্দুর।

আগে শুভেন্দুকে হাওড়া যেতে নিষেধ করে চিঠি পাঠায় কাঁথি থানার পুলিশ। অন্যদিকে, হাওড়ায় একের পর এক বিজেপি পার্টি অফিসে হামলার অভিযোগ উঠছে। দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে গেলে বাধা দেওয়ার অভিযোগ পুলিশ প্রশাসনের বিরুদ্ধে। তার প্রতিবাদে মেয়ো রোডে গান্ধী মূর্তির সামনে অবস্থান বিক্ষোভে বসেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

নবীকে নিয়ে বিতর্ককে ঘিরে বেশ কয়েকদিন ধরেই অশান্তি ছড়িয়েছে দেশের একাধিক রাজ্যে। বাংলাও বাদ পড়েনি। হাওড়ায় দফায় দফায় হিংসা ছড়িয়েছে। মুর্শিদাবাদে উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হয়েছে নদিয়াতেও ট্রেন ভাঙ্গচুরের ঘটনা ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *