আমাদের বারত, ব্যারাকপুর, ৭ মে: ভোটের প্রচারে কোনোভাবেই খামতি রাখতে চাইছে না কেউ। যেখানে মানুষের সমাগম সেখানেই পৌঁছে যাচ্ছেন ভোট প্রার্থীরা। এমনকি পুজো দিতে আসা ভক্তদের মাঝেও ভোটের প্রচার করতে ছাড়ছেন না। আর তাই ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক অন্নকূট পূজো দিতে আসা ভক্তদেরও ভোট দেওয়ার কথা মনে করিয়ে দিলেন।
আজ নৈহাটির বড় মায়ের মন্দিরে অন্নকূট পুজো উপলক্ষ্যে বিভিন্ন প্রান্ত থেকে ভক্তদের সমাগম হয়েছিল। আর সেখানে বড় মায়ের মন্দিরে উপস্থিত হয়ে অন্নকূট উৎসবে অংশ নিলেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক।
এরপর তৃণমূল প্রার্থী পৌঁছে যান আইসিএসই-র কৃতী পড়ুয়া অনুষ্কা ঘোষের ব্যারাকপুরের বাড়িতে শুভেচ্ছা জানাতে। প্রসঙ্গত, সোমবার আইসিএসই দশম শ্রেণির ফলাফল প্রকাশিত হয়েছে। সেই ফলাফলের নিরিখে ব্যারাকপুর আনন্দপুরির হরিসভা রোডের বাসিন্দা তথা সোদপুর সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্রী অনুষ্কা ঘোষ দেশের মধ্যে যুগ্ম ভাবে প্রথম স্থান অর্জন করছে। তার প্রাপ্ত নম্বর ৪৯৮। মঙ্গলবার দুপুরে আনন্দপুরির হরিসভা রোডের ঘোষ বাড়িতে আসেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। তাঁর সঙ্গে ছিলেন পুরপ্রধান উত্তম দাস, স্থানীয় কাউন্সিলর জয়দীপ সাহা সহ অন্যান্য তৃণমূল কর্মীরা। এদিন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক অনুষ্কাকে ফুলের স্তবক দিয়ে শুভেচ্ছা জানান। পাশাপাশি তাকে ব্যারাকপুরের গর্ব বলেও অভিহিত করেন।
অপর দিকে এদিন নির্বাচনী প্রচারের মাঝে ব্যারাকপুরের কৃতি ছাত্রী আনুষ্কার বাড়িতে তাকে শুভেচ্ছা জানাতে পৌঁছান বিজেপি প্রার্থী অর্জুন সিং’ও। তিনিও এদিন বলেন, “অনেকে ব্যারাকপুরকে কালিমালিপ্ত করতে চাইছেন কিন্তু সেটা ভুল প্রমাণ করে এই মেয়েটি ব্যারাকপুরের নাম উজ্জ্বল করে দিয়েছে। এর থেকে প্রমাণ হয়ে গেল ব্যারাকপুর ব্যারাকপুরেই আছে। এখানে শান্তি আছে এটা একটা উন্নত জায়গা। খুব ভালো ফল করেছে ওর উজ্জ্বল ভবিষ্যতের কামনা করি।”