আমাদের ভারত , উত্তর ২৪ পরগনা,২৭ আগস্ট:
লকডাউনে সকাল থেকেই পথে নেমে জন সচেতনতা বৃদ্ধির কাজ করছেন উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানার পুলিশ কর্মীরা। পাড়ার অলিগলি থেকে গুরুত্বপূর্ণ ব্যারাকপুর–কল্যাণী এক্সপ্রেসওয়ে, কিংবা ঘোষ পাড়া রোড, ব্যারাকপুর বারাসাত রোড, বিটি রোড সর্বত্রই সক্রিয় ভূমিকা পালন করতে দেখা গেল পুলিশ কর্মীদের।
লকডাউনের কারনে এমনিতেই বৃহস্পতিবার রাস্তায় খুব বেশি মানুষ বাড়ির বাইরে বেরোননি। তবে অযথা যারা বাইরে বেরিয়ে ঘোরাঘুরি করছিলেন বা বাইক নিয়ে ট্রাফিক আইন ভঙ্গ করছিলেন, তাদের পথ আটকায় পুলিশ কর্মীরা। বিনা কারণে বাইরে বেরোনো মানুষকে ঘরে পাঠিয়ে দেওয়া হয়। যারা জরুরি দরকারে গাড়ি নিয়ে বেরিয়েছিলেন তাদেরকে পুলিশ লকডাউনের স্বার্থকতা বুঝিয়ে দেয়। প্রত্যেক নাগরিকদের পুলিশ কর্মীরা অনুরোধ করেন, করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়তে গেলে রাজ্য সরকারের সমস্ত নির্দেশিকা মানতে হবে।
এদিন ও পুলিশ কর্মীরা বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে নাকা চেকিং করে। হেলমেট ও মাস্ক না পরে বাইরে বেরোনো নাগরিকদের বাড়িতে ফিরিয়ে দেন কর্তব্যরত পুলিশ কর্মীরা।

