Barrackpore, Police, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে নেওয়া হলো অভিনব উদ্যোগ, গুজব ছড়িয়ে আইন হাতে না নেওয়ার বার্তা

আমাদের ভারত, ব্যারাকপুর, ২৫ জুন: ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে নেওয়া হলো অভিনব উদ্যোগ। গুজব ছড়িয়ে আইন হাতে না নেওয়ার বার্তা দিলেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া।

ব্যারাকপুর কমিশনারেটের অন্তর্গত একাধিক জায়গায় চোর সন্দেহে এবং ছেলেধরা সন্দেহে সাধারণ মানুষ আইন নিজের হাতে তুলে নিয়ে মারধর করছে। তারই পরিপ্রেক্ষিতে আজ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত একাধিক থানায় পুলিশের তরফ থেকে মাইকিং ও টোটো করে প্রচার করা হচ্ছে এবং জানানো হচ্ছে যে আইন নিজের হাতে না তুলে নেওয়ার জন্য এবং এরকম কোনো অপ্রীতিকর ঘটনা দেখলে স্থানীয় পুলিশকে খবর দেওয়ার জন্য আবেদন রাখা হচ্ছে পুলিশের তরফ থেকে। পুলিশ কমিশনার বলেন, আমরা দেখেছি একাধিক জায়গায় ছেলে ধরা সন্দেহে বা চোর সন্দেহে বেধড়ক মারধর করার পর অভিযুক্তকে হাসপাতালে ভর্তি করা হচ্ছে। তারই পরিপ্রেক্ষিতে আজ ব্যারাকপুর কমিশনারের তরফ থেকে একাধিক জায়গায় মাইকিং করে জানানো হচ্ছে যে, আইন নিজের হাতে না তুলে নেওয়ার জন্য।

সম্প্রতি ব্যারাকপুরের মোহনপুরে ঈদের মেলায় এসে গণপিটুনির শিকার হন এক যুবক, যাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে জানা যায় যুবকটি পাশের পাড়ার বাসিন্দা, এবং ভালো ছেলে বলেই পরিচিত। তাই এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য মানুষকে সতর্ক ও সচেতন করার উদ্যোগ নিয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট।

এই বিষয়ে ব্যারাকপুর কমিশনারের নগর পাল আলোক রাজোরিয়া তিনি নিজে সংবাদ মাধ্যমের সাহায্যে মানুষকে সচেতন করতে চেয়ে বলেন, কোনো রকম ভাবেই আইন নিজেদের হাতে তুলে নেওয়া যাবে না ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *